চোখের পরীক্ষা: এই ছবিতে একটি নয়, রয়েছে দু’টি কুকুর, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ফটোতে একটি সারমেয় আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। না না একটা নয়, দুটি সারমেয় আছে এই ফটোতে। ঠিকই ধরেছেন আবারো অপটিক্যাল ইলিউশন কিংবা ধাঁধা নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনের মাধ্যমে। অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা। অনেকেই এই জাতীয় ছবির সমাধান করে নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে থাকেন। আপনাদের জন্যই আজ নিয়ে এসেছি এই বিশেষ ধরণের খেলাটি। যাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন কিংবা ধাঁধা। আর এখন মানুষের মধ্যে এই খেলা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।
সম্প্রতি একটি ফটো সামনে এসেছে যেখানে লুকিয়ে রয়েছে একটি নয় বরং দুটি সারমেয়। ফটোতে এক ব্যক্তিকে নিজের বাড়ির সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। আর তার সামনে বসে আছে একটি সারমেয়। বেশ গ্রাম্য পরিবেশের একটা ফটো তা বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই ভাবছেন খুব সোজা এই প্রশ্নের উত্তর দেওয়া তবে আপনাদের জানিয়ে রাখি সোজা বলে মনে হলেও কিন্তু ১৫% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন এখনও পর্যন্ত।
আপনার দৃষ্টি শক্তি যদি প্রখর হয়ে থাকে তাহলেই উত্তর দিতে পারবেন এই ধরণের প্রশ্নের। মাত্র ৭ সেকেন্ড সময় আছে আপনার কাছে উত্তর দেওয়ার জন্য। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ইতিমধ্যেই যারা দ্বিতীয় কুকুরটি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ এবং তারা জিনিয়াস। যে কারণেই খুব কম মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। চলুন এবার তাহলে আমরাই জানিয়েদি দ্বিতীয় কুকুরটি কোথায় আছে।
ফটোতে লোকটির পিছনেই কুকুরটি মুখ বের করে রয়েছে। যে কারণে বোঝা সম্ভব হচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। খুব সুন্দর এই ধাঁধাটি নিয়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে নেটিজেনদের মধ্যে দারুণ প্রতিযোগিতা। আপনিও আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন আর পরবর্তীতে আরও এমন প্রশ্ন নিয়ে হাজির হবো যা অনায়েসেই ভালো লাগবে আপনাদের।