×
Offbeat

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবির মধ্যে হাঁসটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: মানুষ মাত্রই বুদ্ধিমান তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বুদ্ধি থাকলেই যে সব প্রশ্নের উত্তর দিতে পারবে এমন তো নয়। কে বলেছে আপনাকে মানুষেরা সব প্রশ্নের উত্তর দিতে পারে? কথা বার্তা ও তর্কাতর্কিতে যা যুদ্ধ বিনয় ও বাদলের মধ্যে লাগলো তা ভোলার নয়। বিনয় বললেন এতই যদি বুদ্ধিমান হয় মানুষ ও সব প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এই ফটোর থেকে লুকিয়ে থাকা হাঁসটিকে খুঁজে বের করুন দেখি বাদল! ব্যাস এই শুনে তো বাদল বেশ ঘাবড়ে গেলেন। আপনি তাহলে একটু সাহায্য করবেন নাকি বাদলকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার জন্য?

আসলে সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কি ট্রেনডিং চলে বোঝা দায়। তবে ছোট বেলায় সবাই বিভিন্ন ধরণের ধাঁধা খেলেছেন। সেই ধাঁধা এখন ফটোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এসেছে। আর অবসর সময়ে এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা। তবে আজ কিন্তু সম্মানের ব্যাপার, উত্তর দিতে না পারলে নাক কাঁটা যেতে পারে। ফটোতে কিছু মানুষ বসে গল্প করছে তবে হাঁস তো কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। ভালো করে দেখলে খুঁজে পাবেন এই সবের মধ্যেই লুকিয়ে আছে সেই হাঁস।

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবির মধ্যে হাঁসটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস -

সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে ৬ সেকেন্ড সময় দেওয়া হবে। বুঝতেই পারছেন নিশ্চয়ই খুব একটা সহজ নয় কিন্তু এই ধরণের প্রশ্নের উত্তর দেওয়া। এবার তাহলে সময় শুরু হলো আপনার। মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। এবার আপনার সময়ও ধীরে ধীরে শেষ হয়ে আসছে।

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবির মধ্যে হাঁসটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস -

আপনিও তাহলে সহজ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। ফটোর ডানদিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। দ্বিতীয় যে ব্যক্তি চেয়ারে বসে আছেন তার পায়ের কাছে হাঁসটি আছে। সাদা ধুতির ও হাঁসের গায়ের রং সাদা হবার জন্য বোঝা যাচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হলো। তাহলে বিনয়ের কথা কিছু হলেও সত্যি প্রমাণিত হলো, মানুষ সব প্রশ্নের উত্তর হয়তো দিতে পারে না।