Matchstick Puzzle : ‘9+7=7′, ১ টি কাঠির স্থান পরিবর্তন করলেই মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

Matchstick Puzzle: সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন ভাইরাল হচ্ছে নানান ধরনের ধাঁধার ছবি। আসলে আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা অবসর সময় কাটিয়ে নেওয়ার জন্য নিত্যদিন ভরসা রাখেন এ ধরনের খেলায়। ধাঁধা সমাধান করতে পারলেই সহজেই খুলে যায় মস্তিষ্কে দীর্ঘদিন ধরে জমে থাকা জট। বুদ্ধির বিকাশ ঘটাতেও বিশেষ উপকারী এগুলি। জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাছে দেশলাই কাঠির ধাঁধা।
বেশ কিছু দেশলাই কাঠি ব্যবহার করে এ ধরনের অঙ্ক গুলিকে সাজানো হয়। আজকের অঙ্কটি হল, 9+7=7, না না, অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। সঠিক সমাধানটা করতে হবে আপনাদের। তাও আবার 20 সেকেন্ডের মধ্যে। বুঝতেই পারছেন এই অঙ্কের সমাধান করার জন্য ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকলে চলবে না থাকতে হবে উপযুক্ত বুদ্ধি।
সময় শুরু হল এখন
নিজের তালে বয়ে যাচ্ছে সময়
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করতে হলে স্থান পরিবর্তন করতে হবে একটি দেশলাই কাঠির।
দ্বিতীয়বার সময় শুরু হল
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়
আর মাত্র কয়েক সেকেন্ড বাকি
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
অঙ্কের সমাধান করতে হলে 9 এর মাঝামাঝি জায়গায় যে দেশলাই কাঠিটি রয়েছে সেটিকে লম্বালম্বি ভাবে ফাঁকা জায়গার সঙ্গে জুড়ে দিতে হবে।
তাহলেই সেটি হয়ে যাবে 0। অর্থাৎ সঠিক অঙ্কটি হবে 7+0=7।