Offbeat

Matchstick Puzzle : 9+6=5, একটি কাঠির জায়গা চেঞ্জ করলেই মিলবে যাবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠছে দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। আসলে এ ধরনের ধাঁধা গুলি আমাদের ছোটবেলার স্মৃতি উসকে দেয়। বাড়িয়ে তোলে মস্তিষ্কের কার্যক্ষমতা। এমনকি মস্তিষ্কের বিকাশ ঘটাতেও বিশেষ কার্যকরী দেশলাই কাঠির ধাঁধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দেশলাই কাঠির ধাঁধা। সেই ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Matchstick Puzzle

9+6=5 কী হলো অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে সম্ভব? আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। তবে 12 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারলেই জিনিয়াস।

সময় কিন্তু শুরু হয়ে গেছে

12

11

10

9

8

7

6

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? পারেননি বুঝি? আচ্ছা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করতে চাইলে স্থান পরিবর্তন করতে হবে 1 টি দেশলাই কাঠির।

দ্বিতীয়বার শুরু হল সময়

12

11

10

9

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেখুন ছবিটির বাম দিকে রয়েছে 9+6 এবং ডান দিকে লেখা রয়েছে 5। আগেই বলেছি অঙ্কের সমাধান করার জন্য স্থান পরিবর্তন করতে হবে 1 টি দেশলাই কাঠির। বামদিকের 9 থেকে একটি দেশলাই কাঠি নিয়ে এসে ডান দিকের 5 এর সঙ্গে জুড়ে দিলেই মিলে যাবে অঙ্ক। অর্থাৎ সমাধানটি হবে, 3+6=9।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্য নতুন মজার মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।