OffbeatBrain Teasers

Matchstick Puzzle: 9+2=1, একটি কাঠির স্থান পরিবর্তন করলেই মিলে যাবে অঙ্ক, উত্তর দিতে ব্যার্থ গণিত প্রেমীরা

Brain Teaser: একটা সময় দেশলাই কাঠি ব্যবহার করে কেবলমাত্র আগুন জ্বালানো হতো। তবে বর্তমানে সেই দেশলাই কাঠি ব্যবহার করেই খুব সহজেই পরীক্ষা করে নেওয়া যাচ্ছে মস্তিষ্কের তীক্ষ্ণতা। সাধারণ মানুষকে চ্যালেঞ্জ জানাতে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসছে দেশলাই কাঠি দিয়ে তৈরি ধাঁধা (Matchstick Puzzle)। এ ধরনের ধাঁধার সমাধান করতে পারলেই বোঝা যায় একজন ব্যক্তির বুদ্ধি ঠিক কতটা। সাধারণ মানুষের চাহিদা মতই বাড়ছে জনপ্রিয়তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।

Today’s Matchstick Puzzle

দেশলাই কাঠি ব্যবহার করে যে অঙ্কটি তৈরি করা হয়েছে সেটি হল 9+2=1। অঙ্ক দেখেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। সঠিক উত্তরটা কিন্তু দিতে হবে আপনাদের। তাও আবার 8 সেকেন্ডের মধ্যে। এই অঙ্কের সমাধান করতে পারলেই বোঝা যাবে কার বুদ্ধির দৌড় কতদূর।

সময় শুরু হল এখন

8

7

6

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? পারেননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করতে হলে কেবলমাত্র 1 টি দেশলাই কাঠির স্থান পরিবর্তন করতে হবে।

দ্বিতীয়বার শুরু হল সময়

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

অঙ্কের সমাধান যদি করতে হয় তাহলে স্থান পরিবর্তন করতে হবে একটি দেশলাই কাঠির। এ কথা আগেই বলেছি। অঙ্কের মাঝখানে রয়েছে (+) চিহ্ন। সেখান থেকে লম্বা কাঠিটি তুলে নিতে হবে তাহলেই এই চিহ্ন হয়ে যাবে (-)।

এবার ওই কাঠিটি আড়াআড়ি ভাবে জুড়ে দিতে হবে ডান দিকে থাকা 1 এর সঙ্গে। অর্থাৎ উত্তরটি হবে 9-2=7।