Offbeat

বুদ্ধির খেলা : ‘9+1=2′, ১ টি কাঠির স্থান পরিবর্তন করলেই মিলবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি লেজেন্ড

Brain Teaser: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হোক কিংবা দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। যে কোনো ধরনের ধাঁধার সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে যায় আমজনতার। আসলে এগুলো দেখতে যতটা সহজ, সমাধান করা ঠিক ততটাই কঠিন। এ ধরনের ধাঁধার সমাধান করতে হলে প্রয়োজন সৃজনশীল মনের। আবার ধাঁধা সমাধান করতে পারলেই খুলে যায় মস্তিষ্কে জমে থাকা জটিল জট। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। মুহূর্তের মধ্যে এই ধাঁধার সমাধান করতে পারলেই জিনিয়াস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই অঙ্কের সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।

Today’s Matchstick Puzzle

নিত্যদিনের মতো আজও Humppy.com আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার খেলা। দেশলাই কাঠি দিয়ে সাজানো হয়েছে একটি অঙ্ক। ছবিটিতে রয়েছে 9+1=2। কী হল অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন? ভাবছেন কীভাবে সম্ভব? আসলে এই অঙ্কটি ভুল আছে। সমাধানটা অবশ্য করতে হবে আপনাদের। তাও আবার 10 সেকেন্ডের মধ্যে।

সময় শুরু হয়ে গেছে

10

9

8

7

6

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কঠিন এই অঙ্কের ধাঁধা সমাধান করার জন্য কেবলমাত্র একটি দেশলাই কাঠির স্থান পরিবর্তন করতে হবে।

দ্বিতীয়বার শুরু হল সময়

10

9

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেশলাই কাঠি দিয়ে সাজানো এই অঙ্কের সমাধান করতে হলে প্লাস চিহ্ন থেকে লম্বা কাঠিটি নিয়ে 1 এর সামনে আড়াআড়ি ভাবে জুড়ে দিতে হবে। তাহলেই সেটি হয়ে যাবে 7। অর্থাৎ অঙ্কটি হবে 9-7=2