বুদ্ধির খেলা : 9+1=0, একটি কাঠি সরালেই মিলবে অংক, 15 সেকেন্ড সমাধান করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

Brain Teaser: ছোটবেলা থেকেই আমরা নানান ধরনের ধাঁধা সমাধান করতে ভালবাসি। বর্তমানেও অনেকেরই রয়ে গিয়েছে সেই অভ্যেস। আর সে কারণেই তো সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কিংবা ব্রেন টিজার (Brain Teaser) এর মতো খেলা দেখলেই ছুটে যান সাধারণ। এ ধরনের খেলায় যেমন দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। ঠিক তেমনই প্রমাণিত হয় ঠিক কতটা বুদ্ধি আছে আপনার। বর্তমানে নেটদুনিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ধাঁধার নানান রকমের ছবি ঘুরে বেড়াচ্ছে।
আসলে এই নির্দিষ্ট ছবিগুলি থেকে অনুসন্ধান করতে হয় নির্দিষ্ট কোনো বিষয়। অনেক সময় আবার সমাধান করতে হয় অঙ্কের। যদিও অনেকেই এই ধরনের ধাঁধা কিংবা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এড়িয়ে যান। আবার এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা নিয়মিত ভাবে ধাঁধা সমাধান করে আসলেও বেশ কিছু কঠিন প্রশ্ন দেখে মাথায় পরে হাত। সমাধান করতে গিয়ে রীতিমত কাল ঘাম ছুটে যায় জিনিয়াসদেরও।
সেই রেশ বজায় রেখেই এবার humppy.com আপনাদের জন্য নিয়ে এলো নতুন এক ধাঁধা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কঠিন একটি অঙ্ক। যা সমাধান করতে গিয়ে চুল ছিঁড়তে বাধ্য হচ্ছেন জিনিয়াসরা। দেখুনতো আপনি সমাধান করতে পারেন কিনা। তবে সময়ের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই ধাঁধা সমাধান করার জন্য আপনাকে দেওয়া হবে মাত্র 15 সেকেন্ড।
কাউন্ট ডাউন প্রায় শেষের দিকে
5
4
3
2
1
উত্তর দিতে পেরেছেন? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের প্রতিবেদনে যে অঙ্কটি তুলে ধরা হয়েছে সেটি সমাধান করার জন্য অদল বদল করতে হবে একটি ম্যাচিস কাঠি।
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা 9 + 1 = 0
সমাধান 9 – 1 = 8
আসল 9 এর পরে যে + রয়েছে সেখান থেকেই একটা কাঠি সরিয়ে 0 এর মাঝে বসিয়ে দিলেই ওটা 8 হয়ে যাচ্ছে। তখন সমীকরণটা দাঁড়াচ্ছে 9 – 1 = 8
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন। যারা পারেননি তারা অপেক্ষা করুন। এমন নানান খেলা নিয়ে আবার হাজির হবো আমরা।