Offbeat

Matchstick Puzzle: 9-9=19, দু’টি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে মাথা চুলকাচ্ছেন বুদ্ধিমানরাও

Matchstick Puzzle: আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বেশ কিছু ছবি যা খুব সহজেই দৃষ্টিভ্রম করতে পারে। এ ধরনের ছবিগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser)। সাধারণত এই ছবি গুলি এমন ভাবে তৈরি করা হয় যাতে সাধারণের দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে এমন নানান ছবি। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি পছন্দ অঙ্কের ধাঁধা (Math Puzzle)

humppy.com আবার অঙ্কের ধাঁধা নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের জন্য। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের প্রশ্নটি কিন্তু একটু বেশি কঠিন। এই অঙ্কের সমাধান করতে গিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে বুদ্ধিমানদের। আপনি একবার চেষ্টা করে দেখবেন নাকি? তবে খেয়াল রাখতে হবে সময়ের দিকে। এই অঙ্ক সমাধান করার জন্য আপনাকে দেওয়া হলো মাত্র 20 সেকেন্ড।

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন বামদিকে লেখা রয়েছে 9-9 এবং ডানদিকে লেখা রয়েছে 19। তাহলে বুঝতেই পারছেন অঙ্কটা কিন্তু ভুল। এবার সমাধান করার জন্য একটি কাজ করতে হবে। অ্যাড করে দিতে হবে দুটি ম্যাচিস কাঠি। যারা উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা, যারা পারেননি তাদের জন্য রইল সমাধান।

সমস্যা:
9-9=19

সমাধান
9+9=18