OffbeatBrain Teasers

বুদ্ধির খেলা : 9-2=5, ২ টা কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, এই পাজল সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

অঙ্ক যাদের প্রিয় বিষয় তারাও সমাধান করতে ব্যার্থ হয় দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। আসলে এই অঙ্কগুলি এমন ভাবেই তৈরি করা হয় যে সমাধান করা বেশ কঠিন। এ ধরনের ধাঁধা সমাধান করতে গেলে থাকতে হবে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ক্ষমতা। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হচ্ছে এ ধরনের অঙ্কের ধাঁধা। অবসর সময় কাটিয়ে নেওয়ার জন্য কিংবা মস্তিষ্কের বিকাশ ঘটাতে ব্যাপক উপকারী এগুলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তেমনই একটি ছবি। সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Matchstick Puzzle

আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হলো সেখানে বেশ কয়েকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি অঙ্ক। অঙ্কটি হল, 9-2=5, কী হলো ঘাবড়ে গেলেন? না না ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে আপনাদের। 15 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারলেই জিনিয়াস।

শুরু হল সময়

নিজের তালে বয়ে যাচ্ছে সময়

আর মাত্র কয়েক সেকেন্ড বাকি

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করতে হলে যোগ করতে হবে দুটি দেশলাই কাঠি।

দ্বিতীয়বার কাউন্টডাউন শুরু হয়ে গেছে

গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়

সময় প্রায় শেষের দিকে

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

জটিল এই অঙ্কের সমাধান করতে হলে বামদিকের 9 এর সঙ্গে লম্বালম্বি ভাবে যোগ করতে হবে একটি দেশলাই কাঠি। তাহলেই এটি হয়ে যাবে 8। অন্যদিকে ডানদিকের 5 এর সঙ্গে লম্বালম্বি ভাবে একটি দেশলাই কাঠি যোগ করে সেটি করতে হবে 6। ব্যাস তাহলেই মিলে গেল অঙ্ক। অর্থাৎ সঠিক উত্তরটি হবে, 8-2=6।