বুদ্ধির খেলা : ‘9-2-6=7′, একটি দেশলাই কাঠির জায়গা চেঞ্জ করলেই মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস
Matchstick Puzzle: 9-2-6=7, একটি কাঠির স্থান পরিবর্তন করলেই মিলে যাবে অঙ্ক

Matchstick Puzzle: সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠছে দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। আসলে এ ধরনের ধাঁধা গুলি আমাদের ছোটবেলার স্মৃতি উসকে দেয়। বাড়িয়ে তোলে মস্তিষ্কের কার্যক্ষমতা। এমনকি মস্তিষ্কের বিকাশ ঘটাতেও বিশেষ কার্যকরী দেশলাই কাঠির ধাঁধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দেশলাই কাঠির ধাঁধা। সেই ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
আরও পড়ুনঃ ট্রেন অথবা বাসে ঝোলার দিন শেষ, সস্তায় কিনে নিন এই ইলেকট্রিক সাইকেলগুলো আর আরামসে ঘুরে বেড়ান
Today’s Matchstick Puzzle
9-2-6=7, কী হলো অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে সম্ভব? অঙ্কের কোথাও ভুল নেই তো? হ্যাঁ ঠিকই ভেবেছেন এই অঙ্কটি ভুল আছে। সঠিক উত্তর দিতে হবে আপনাদের। এর জন্য অবশ্য সময় পাবেন 15 সেকেন্ড।
সময় শুরু হল এখন
সময় চলছে…
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করার জন্য স্থান পরিবর্তন করতে হবে কেবলমাত্র 1 টি দেশলাই কাঠির।
দ্বিতীয়বার শুরু হল সময়
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা,
9-2-6=7
সমাধান,
3-2+6=7
আপনাদের সুবিধার্থে করে দেওয়া হল সরলীকরণ।
আগেই বলেছি অঙ্কের সমাধান করার জন্য স্থান পরিবর্তন করতে হবে 1 টি দেশলাই কাঠির। অর্থাৎ 9 নম্বর সংখ্যাটিকে করতে হবে 3 এবং সেই দেশলাই কাঠিটি জুড়ে দিতে হবে (-) চিহ্নের সঙ্গে। তাহলেই সেটি হয়ে যাবে (+)। আপনাদের বোঝার সুবিধার্থে ছবিতে অঙ্কটি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হল।