Matchstick Puzzle: ‘8×1=2′, দু’টি কাঠি তুলে ফেললেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস
8×1=2, দুটি কাঠি সরিয়ে নিলেই মিলে যাবে অঙ্ক! দেখুন তো আপনি বলতে পারেন নাকি?

ছোট থেকেই আমরা জেনে এসেছি যে, দেশলাই কাঠি মূলত আগুন জ্বালাতে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দেশলাই কাঠি অর্থাৎ ম্যাচস্টিক জুড়ে আবার কখনও সরিয়ে দিয়ে একেরপর এক অঙ্ক সমাধান করা হচ্ছে। আর এই অঙ্কগুলিকে বলা হয় ম্যাচস্টিক পাজেল। বলতে গেলে প্রায় প্রতিদিনই নেটমাধ্যমে কোনো না কোনো কিছু ভাইরাল হয়। আর যা রীতিমতো হইচই ফেলে দেয় চারিদিকে। তেমনই আবারও একটি বিষয় ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ হাতে বেশি টাকা নেই? মাত্র ₹8,000 দিয়ে ঘরের আনুন Bajaj-র এই ধাসু বাইক, পাবেন 87 কিমি মাইলেজ
আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়।
কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। আসলে ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। আর যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে। তবে, আজকের এই ব্রেইন টিজারটির (Brain Teaser) মধ্যে একটি ছবি দেখা যাচ্ছে। আর এই ছবির মধ্যে দেখা যাচ্ছে দেশলাই কাঠি অর্থাৎ ম্যাচস্টিক দিয়ে একটি অঙ্ক করা। যাতে লেখা রয়েছে যে 8×1=2।
তবে, এই ম্যাচস্টিক পাজেলটি যে একেবারে ভুল তা আশাকরি কাউকে বলে বোঝাতে হবে না। আর এই ভুল ম্যাচস্টিক পাজেলটিকেই সঠিক সমীকরনে সাজাতে হবে। তাও আবার ২টি কাঠি সরিয়ে।আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী। এমনকি আপনাকে জিনিয়াসও বলা চলে।
কিন্তু অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও ছবিটির বিষয়ে কিছুই বলতে পারেনি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে যথাযথ বিশ্লেষনের মাধ্যমে বুঝিয়ে দেব বিষয়টি।
চলুন তবে দেখে নেওয়া যাক বিষয়টি
এখানে যে সমীকরনটি দেওয়া আছে তা হল 8×1=2। এই সমীকরনটিকে যদি যথাযথ আকারে সাজানো হয় তাহলে আপনাকে 8 এর থেকে ২টি কাঠি সরিয়ে নিয়ে তাকে 2 বানাতে হবে। তাহলেই মিলে যাবে অঙ্ক। এক্ষেত্রে সমীকরণটি দাঁড়াবে 2×1=2। তাহলে এবার বুঝে গেলেন নিশ্চই কিভাবে অঙ্কটি সমাধান করা হল। আপনিও চাইলে এমন অনেক অঙ্কের সমাধান করতে পারবেন।