Matchstick Puzzle: 8+3=8, দু’টি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে চুল ছিঁড়ছে জিনিয়াসরাও

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সবকিছুই। একটা সময় যে দেশলাই কাঠি ব্যবহার করা হতো আগুন জ্বালানোর কাজে বর্তমানে সেই দেশলাই কাঠি ব্যবহার করেই তৈরি করা হচ্ছে ধাঁধার। এ ধরনের ধাঁধা গুলিকে বলা হয় দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। তবে ধাঁধা যেমনই হোক না কেন, এগুলি দেখতে যতটা সহজ মনে হয় সমাধান করা ঠিক ততটাই কঠিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Matchstick Puzzle
Humppy.com নিত্যদিনের মতোই আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ একটি ধাঁধার খেলা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হল সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি দেশলাই কাঠি ব্যবহার করে একটি অঙ্কটি তৈরি করা হয়েছে। 8+3=8, না না, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আসলে অঙ্কটি ভুল রয়েছে। সঠিক উত্তরটা দিতে হবে আপনাদের। 20 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের সমাধান করতে পারলেই জিনিয়াস।
সময় কিন্তু শুরু হয়ে গেছে
নিজের তালে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করার জন্য দুটি দেশলাই কাঠি সরিয়ে ফেলতে হবে।
দ্বিতীয়বার শুরু হল সময়
সময় কিন্তু বয়ে চলেছে
বাকি আর কয়েক সেকেন্ড
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আগেই বলেছি অঙ্কের সমাধান করতে হলে 2 টি দেশলাই কাঠি সরিয়ে ফেলতে হবে। বামদিকে 8 এর থেকে লম্বালম্বি অবস্থায় থাকে 2 টি দেশলাই কাঠি সরিয়ে নিলেই সেটি হবে যাবে 5। অর্থাৎ অঙ্কটি হবে, 5+3=8।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে মজার মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।