বুদ্ধির খেলা: 8+3=6, মাত্র দু’টি কাঠি সরিয়ে নিলেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে গিয়ে মাথা চুলকাচ্ছেন গণিত প্রেমীরা
দু'টি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: সোশ্যাল মিডিয়া (Social Media) তথা মিডিয়ায় নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের ধাঁধাগুলি। এগুলি সমাধান করতে ভালোবাসেন অনেকেই। যদিও তীক্ষ্ণ মনের মানুষেরা এই ধাঁধার সমাধান সহজে করতে পারলেও এমন অনেকেই আছেন যারা এমন ছবি দেখলেই পালিয়ে যান।
humppy.com নিত্যদিন আপনাদের জন্য হাজির হয় নানান ধরনের বুদ্ধির খেলা নিয়ে। সেই রেশ বজায় রেখে আজও চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো একটি অঙ্ক। আর সেই অঙ্ক সমাধান করতে গিয়েই মাথার চুল ছিঁড়ছেন গণিত প্রেমীরা। আপনি একবার চেষ্টা করে দেখবেন নাকি সমাধান করা যায় কি না? তবে সময়ের দিকে রাখতে হবে খেয়াল।
Today’s Matchstick Puzzle
8+3=6, অঙ্ক দেখে অবাক হয়ে গেলেন? ভাবছেন হয়তো এটা কীভাবে সম্ভব? আসলে অঙ্কটি ভুল দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি দিতে হবে আপনাকে। এর জন্য অবশ্য সময় দেওয়া হল 12 সেকেন্ড।
কাউন্ট ডাউন চলছে
5
4
3
2
1
উত্তর খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। সুবিধার্থে জানিয়ে রাখি, মাত্র দুটি দেশলাই কাঠি সরিয়ে নিলেই মিলে যাবে অঙ্ক। তাহলে আর দেরি কেন চটপট সমাধান করার চেষ্টা করুন।
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা, 8+3=6
সমাধান, 9-3=6
বোঝার সুবিধার জন্য করে দেওয়া হল সরলীকরণ।
ভালো করে তাকিয়ে দেখুন ছবির দিকে, ছবির বাম দিকে লেখা আছে 8+3 এবং ডান দিকে লেখা আছে 6। সমাধান করার জন্য সরিয়ে দিতে হবে দুটি কাঠি। বামদিকে লেখা প্রথম সংখ্যাটি থেকে একটি কাঠি সরিয়ে সেটিকে 9 করতে হবে এবং (+) চিহ্নটিকে করতে হবে (-)। তাহলেই কিন্তু মিলে যাবে উত্তর।