ছবির ধাঁধা: এতগুলো ভেড়ার মধ্যে লুকিয়ে আছে একটি নেকড়ে, রইলো ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

প্রতিটি মানুষই নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন। তবে সেই বুদ্ধি এমনি খরচ না করে যদি কোনো খেলার মধ্যে লাগানো হয় তাহলে কেমন হবে বলুন তো। ধাঁধা যদি আপনার ভালো লাগে তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কি ট্রেনডিং চলে বোঝা দায়। তবে ছোট বেলায় সবাই বিভিন্ন ধরণের ধাঁধা খেলেছেন। সেই ধাঁধা এখন ফটোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এসেছে। আর অবসর সময়ে এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা।
সম্প্রতি আবারো তেমনই একটি দুর্দান্ত বুদ্ধির ধাঁধা ভাইরাল হয়ে উঠেছে। যেখানে দেখা যাচ্ছে অনেক গুলি ভেড়া ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু ভেড়া দেখলে হবে না আপনাকে, এই ফটোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক হিংস্র প্রাণী। কি সেই প্রাণী বুঝতে পারছেন? ভালো করে দেখলে খুঁজে পাবেন ভেড়া গুলির মধ্যেই সাংঘাতিক এক নেকড়ে লুকিয়ে আছে।
সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হবে। বুঝতেই পারছেন নিশ্চয়ই খুব একটা সহজ নয় কিন্তু এই ধরণের প্রশ্নের উত্তর দেওয়া। এবার তাহলে সময় শুরু হলো আপনার। মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। এবার আপনার সময়ও ধীরে ধীরে শেষ হয়ে আসছে।
আপনিও তাহলে সহজ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। ফটোর ডানদিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভেড়ার বেশে এক নেকড়ে সেখানে ঢুকে পড়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হলো। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে এই ধরণের মজার প্রশ্ন উত্তর আপনাদের জন্য অবশ্যই নিয়ে হাজির হবো আবার খুব তাড়াতাড়ি।