বুদ্ধির খেলা : 6+0=8, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক উত্তর দিতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

Matchstick Puzzle: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলিতে মাঝেমধ্যে প্রকাশ্যে আসে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা অঙ্কের ধাঁধার (Math Puzzle) মতো খেলা। এই ধাঁধা গুলি সমাধান করতে বেশ মজা পান নেট নাগরিকরা। আবার এমন ধাঁধা সমাধান করার ফলে বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। তাই তো সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করেই সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে এ ধরনের খেলার।
humppy.com আবার আপনাদের জন্য অঙ্কের ধাঁধা নিয়ে হাজির হয়েছে। আজকের সমস্যাটি হল, 6+0=8। সামান্য বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এই প্রশ্নের। যদিও উত্তর দিতে গিয়ে অবশ্য মাথায় হাত পড়েছে জিনিয়াসদের। উত্তর দেওয়ার জন্য আপনাদের হাতে রয়েছে মাত্র 20 সেকেন্ড।
কাউন্ট ডাউন প্রায় শেষের দিকে
8
7
6
5
4
3
2
1
উত্তরটা কী পেলেন? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ছবিতে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেখান থেকে কেবলমাত্র একটি ম্যাচিস কাঠি এদিক ওদিক করলেই কিন্তু উত্তরটা সহজেই পাওয়া যাবে।
সময় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
খুব ভালো করে তাকান ছবিটির দিকে। দেখুন বাম দিকে লেখা রয়েছে 6+0 এবং ডান দিকে লেখা রয়েছে 8। বুঝতেই পারছেন নিশ্চয়ই অঙ্কটি ভুল রয়েছে। এর উত্তর দেওয়ার জন্য কেবলমাত্র একটি ম্যাচিস কাঠি আপনাকে এদিক-ওদিক করতে হবে।
সমাধান
8-0=8
অর্থাৎ যোগ চিহ্ন থেকে একটি ম্যাচিস কাঠি তুলে নিয়ে গিয়ে একেবারেই বামদিকের 6 নম্বর সংখ্যাটির সঙ্গে জুড়ে দিতে হবে। তাহলেই ওই সংখ্যাটি হয়ে যাবে 8। অন্যদিকে যেহেতু যোগ চিহ্ন থেকে একটি ম্যাচিস কাঠি তুলে নেওয়া হয়েছে তাই সেটি হয়ে যাবে বিয়োগ চিহ্ন। ব্যাস মিলে গেল উত্তর।