Offbeat

বুদ্ধির খেলা: 6-6=8, একটি মাত্র কাঠি সরিয়ে দিলেই মিলে যাবে অঙ্ক, সঠিক উত্তর দিতে চুল ছিঁড়ছে জিনিয়াসরাও

Matchstick Puzzle: দেশলাই কাঠির ধাঁধা এই মুহূর্তে খুবই বিখ্যাত। একটি মাত্র দেশলাই কাঠির জায়গা পরিবর্তন করে আপনাকে অংকের সঠিক উত্তর দিতে হবে। খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। আসলে এই ধরণের ধাঁধা আপনি যদি উত্তর দিতে চান তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ও খুব ভালো বুদ্ধি থাকা দরকার। যে কারণেই আজকের এই বুদ্ধির প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।

ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে।

6-6=8

সম্পূর্ণ ভুল একটি অংক এখানে দেওয়া হয়েছে যা দেখেই বোঝা সম্ভব হচ্ছে। কিন্তু আপনাকে এই অংকটি ঠিক করতে হবে। তবে মাত্র ফটোতে দেওয়া দেশলাই কাঠি গুলির মধ্যে থেকে একটি কাঠি এমনভাবে সরাবেন যাতে অংকটি সঠিক হয়। জানেন তো কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারবেন। আপনার কাছে ২০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য যা এখন থেকে শুরু হচ্ছে।

এখন থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হলো।

প্রশ্নটি ভালো করে দেখলেই হত্তর দিতে পারবেন।

সময় কিন্তু ধীরে ধীরে চলছে।

এবার একদম শেষের পথে।





সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়া যাক।

প্রথমে দেখুন এই 8 সংখ্যাটির ধারে যে দেশলাই কাঠিটি আছে সেটা তুলে নিন। আর সেটা সামনের বিয়োগের নীচে বসিয়ে দিন।

তাহলে এবার সেই নতুন অংকটি দাঁড়াচ্ছে

6=6=6

দেখুন ঠিক একটি দেশলাই কাঠি সরিয়েই কিন্তু অংকটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ধাপে ধাপে দেওয়া ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। খুব সহজ অথচ বুদ্ধির এই খেলায় যদি সঠিক উত্তর হয় তাহলে আপনি একজন জিনিয়াস।