Offbeat

অঙ্কের ধাঁধা: 5×8= 54, একটা কাঠি সরালেই মিলবে অঙ্ক, ৩০ সেকেন্ডে সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: ইন্টারনেটের জগতে নানান রকমের পাজল উপলব্ধ রয়েছে। এর মধ্যে ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle) অন্যতম। ম্যাচস্টিক পাজলের মধ্যে জগতের অন্যান্য পাজলেরও খোঁজ পাওয়া যায়। এই পাজল আসলে একাধিক পাজলের সমন্বয়ে তৈরি। এর মধ্যে রিডল (Riddle), ম্যাথ পাজল (Math Puzzle) ও পিকচার পাজল (Picture Puzzle) একত্রে বসবাস করে। আর তাই বলা যেতে পারে, কেউ যদি ম্যাচস্টিক পাজল সমাধান করেন তাহলে তিনি একইসঙ্গে আরও তিন রকমের পাজল সমাধান করে ফেলছেন।

পাজল সমাধান বুদ্ধিমত্তা যাচাই ও দৃষ্টিশক্তি পরীক্ষার এক বিশেষ পদ্ধতি বলা যেতে পারে। বিভিন্ন পাজলের কাজ যদিও বিভিন্ন রকমের হয়। কোনো পাজলের মাধ্যমে দৃষ্টিশক্তি যাচাই করা যায়, আবার কোনো পাজলের মধ্যে দিয়ে যাচাই করা যায় বুদ্ধিমত্তা। ম্যাচস্টিক পাজল সমাধান মূলত বুদ্ধিমত্তা যাচাইয়ের পাজল। কারণ, এক্ষেত্রে উত্তরদাতাকে কোনো লুকিয়ে থাকা জিনিস খুঁজতে হয় না। উল্টে গণিতের সমীকরণ সমাধান করতে হয়। তাই এই পাজল যদি আপনি সমাধান করে ফেলেন সত্যিই মানতে হবে, যে আপনি জিনিয়াস!

আপনার যদি পাজল সমাধান করতে ভালো লাগে, আপনি এই প্রতিবেদনে দেওয়া পাজলটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন। এই পাজলের দিকে তাকালে বোঝা যায় যে, এতে দুই সংখ্যার গুণের উত্তর দেওয়া হয়েছে। ম্যাচস্টিক ব্যবহার করেই লেখা রয়েছে ‘5 × 8 = 54‘। দাবি করা হয়েছে, এই সমীকরণ গাণিতিকভাবে ভুল। এবার আপনাকে ম্যাচস্টিক পুনর্বিন্যাস করে সমীকরণটিকে মান অনুযায়ী ঠিক করতে হবে। তবে এই সমীকরণ ঠিক করার জন্য আপনি মাত্র ১টি ম্যাচস্টিকই সরাতে পারবেন। আপনাকে কাজটি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে করতে হবে। তাহলে টাইমার অন করে এই পাজল সমাধানের কাজ শুরু করে দিন।

আপনি যদি সমাধান করতে না পারেন, তাহলে আমাদের দেওয়া সমাধানটি দেখতে পারেন। এক্ষেত্রে ‘8’-এর বাঁ দিকে নিচের দিকের একটি ম্যাচস্টিক সরিয়ে ‘5’-এর বাঁ দিকে নিচের দিকে রাখতে হবে। এমনটা করলেই সমীকরণটা ‘6 × 9 = 54‘ হয়ে যাবে এবং সমীকরণটি ঠিক হয়ে যাবে।