Matchstick Puzzle: একটি কাঠি সরালেই মিলে যাবে অংক, সমাধান করতে মাথার চুল ছিঁড়ছেন ৮০% মানুষ

Matchstick Puzzle: দেশলাই কাঠির ধাঁধা এই মূহুর্তে রমরমিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরণের খেলায় অংশগ্রহণ করতে মনতো চায় কিন্তু পারবেন কি না সেটা নিয়েই চিন্তা হয়। একটি মাত্র দেশলাই কাঠি ঘুরিয়ে আপনাকে অংকের সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। খুব সহজ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন বহু মানুষ। যে কারণেই আজকের এই বুদ্ধির প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।
ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে।
5+6=0
বুঝতেই পারছেন এই অংকটি ভুল আছে। 0 স্থানে হবার কথা ছিল 11। কিন্তু আপনাকে এই অংকটি ঠিক করতে হবে। তবে মাত্র ফটোতে দেওয়া দেশলাই কাঠি গুলির মধ্যে থেকে একটি মাত্র কাঠি সরাতে পারবেন। জানেন তো কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারবেন। আপনার কাছে ৩০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য।
এখন থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হলো।
প্রশ্নটি ভালো করে দেখলেই হত্তর দিতে পারবেন।
সময় কিন্তু ধীরে ধীরে চলছে।
এবার একদম শেষের পথে।
৫
৪
৩
২
১
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়া যাক।
প্রশ্নটি আবারো আপনাদের জন্য নিচে লিখে দিলাম
5+6=0
এই যোগ চিহ্ন থেকে একটি কাঠি যদি উঠিয়ে নেন তাহলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। আর সেই কাঠি আপনাকে বাঁ দিকে যে 5 সংখ্যাটি আছে তার ঠিক নিচে বসাতে হবে। তাহলে সেই 5 হয়ে যাবে 6। তাহলে নতুন অংকটি হচ্ছে,
6-6=0
দেখুন যেমন বলা ছিল ঠিক তেমনই কিন্তু একটি মাত্র দেশলাই কাঠি সরানো হয়েছে। আর তার পরিবর্তে এই অংকটি সঠিক হয়ে উঠেছে। প্রতিবেদনের ধাপে ধাপে দেওয়া ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এই ধরণের আরও মজাদার ও বুদ্ধির খেলার প্রশ্নের জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন।