Matchstick Puzzle: 5+3=5, দু’টো দেশলাই কাঠি অ্যাড করলেই মিলবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন
Matchsticks Puzzle: 5+3=5, দুটি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, উত্তর দিতে ব্যর্থ জিনিয়াসরাও

Matchstick Puzzle: 8 থেকে 80 সকলের হাতেই এখন রয়েছে স্মার্টফোন। অবসর সময় কাটিয়ে নিতে কমবেশি সকলের ভরসা সোশ্যাল মিডিয়া। আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা অবসর সময়টুকুও ক্রিয়েটিভিটির মাধ্যমে কাটাতে ভালবাসেন। তাদের কথা চিন্তা করেই নিত্যদিন Humppy.com বেশ কিছু খেলা নিয়ে হাজির হয়। মাঝেমধ্যেই ছবি থেকে খুঁজে নিতে হয় লুকিয়ে থাকা সংখ্যা বা অক্ষর। কখনো আবার সমাধান করতে হয় কঠিন কঠিন অঙ্কের। তবে ধাঁধা যেমনই হোক না কেন এগুলো সমাধান করতে পারলেই কিন্তু খুলে যায় মস্তিষ্কে জমে থাকা জটিল জট।
Today’s Matchsticks Puzzle
আজকের প্রতিবেদনে যে ধাঁধা তুলে ধরা হয়েছে সেটি সমাধান করার জন্য তীক্ষ্ণ দৃষ্টি থাকলে চলবেনা বরং থাকতে হবে উপস্থিত বুদ্ধি। কারণ আজ ছবিতে লুকিয়ে থাকা সংখ্যা বা অক্ষর খুঁজতে হবে না। বরং বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে কঠিন অঙ্কের। 5+3=5, এই অঙ্কের সমাধান করতে পারলেই জিনিয়াস। তবে মাথায় রাখবেন, 15 সেকেন্ডের মধ্যে কিন্তু দিতে হবে উত্তর।
সময় শুরু হল এখন
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে চেষ্টা। আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে রাখে, এই অঙ্কের সমাধান করতে হলে যোগ করতে হবে দুটি দেশলাই কাঠি।
দ্বিতীয়বার শুরু হল কাউন্টডাউন
তাড়াতাড়ি করুন, হাতে কিন্তু আর খুব বেশিক্ষণ সময় নেই
5
4
3
2
1
সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আজকের অঙ্ক 5+3=5, প্রথমেই বলেছি অঙ্কের সমাধান করতে হলে জুড়ে দিতে হবে দুটি দেশলাই কাঠি। ডানদিকে লেখা 5 এর সঙ্গে লম্বালম্বি ভাবে দুটি দেশলাই কাঠি জুড়ে দিলেই সেটি হয়ে যাবে 8। অর্থাৎ সঠিক অঙ্কটি হবে 5+3=8।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্যনতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।