OffbeatVideoViral Video

‘Happy Birthday To Me’, জন্মদিনে নিজেকে নিজেই উইশ করলো ৪ বছরের কিউট মেয়ে, ভাইরাল মিষ্টি ভিডিও

তিন বছর বয়স একটি মেয়ের এবং সে যদি মাধুরী দিক্সিতের (Madhuri Dixit) সাথে নাচের অনুষ্ঠানে বসেন তাহলে কেমন হবে। হ্যাঁ ঠিকই সামিরা থাপা (Samira Thapa) নামের এই বাচ্চা মেয়েটি খুবই জনপ্রিয়। তার সাথেই তার একটি সম্প্রতি ভিডিও জনপ্রিয় হলো।

আজ তার ৪ তম জন্মদিনের দিন দেখা যাচ্ছে সুন্দর সেজে তিনি নিজেই নিজের উদ্দেশ্যে হ্যাপি বার্থডে উইশ করে একটি ভিডিও(Video) পোস্ট করেছেন। গোলাপি রঙের একটি ফ্রক ও মাথায় মুকুট পরে সুন্দর ভঙ্গিমায় ‘হ্যাপি বার্থডে টু মি’ বললেন।

এই ভিডিও ভাইরাল(Viral) হয়েছে তার। ছাড়ার সাথে সাথে তিরিশ হাজার মানুষ দেখেছে ও প্রচুর লাইক ও কমেন্ট এসেছে তার সাথেই। এর আগেই সে জন্মদিনে কেক কাটার ভিডিও আপলোড করেছিল যেটি এরমই ভাইরাল হয়েছে। নেপালের বাসিন্দা সামিরা ছোট থেকেই ভাইরাল বলা যায়।

‘ইয়ংগেস্ট ষ্টার অফ নেপাল’ ও হয়েছেন সে। প্রায় দের লক্ষ ফলেয়ার্স আছে সামিরার ইনস্টাগ্রাম একাউন্টে। ভবিষ্যৎ তার উজ্জ্বল তা ছোট থেকেই বোঝা যাচ্ছে। যেখানে মাধুরীর পাশে বসে আছেন ও মাধুরী খুব ভালোবাসছেন তাকে। ডান্স দিওয়ানে ৩ এ বেশ নিজের জায়গা শক্ত করে নিয়েছে এই বয়সেই।

Related Articles

Back to top button