Offbeat

বুদ্ধির খেলা : ‘4-0=12′, দু’টো কাঠি যোগ করলেই মিলবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হচ্ছে নানান ধরনের মজার মজার খেলা। বাড়ি বসে খুব সহজেই সেগুলি সমাধান করতে পারি আমরা। আসলে এ ধরনের খেলা গুলি আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে একেবারেই শীর্ষস্থান দখল করেছে দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)। আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা নিত্যদিন অবসর সময় কাটানোর জন্য ভরসা রাখছেন অঙ্কের ধাঁধা বা দেশলাই কাঠির ধাঁধায় (Matchstick Puzzle)। তেমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Matchstick Puzzle

বেশ কয়েকটি দেশলাই কাঠি সাজিয়ে তৈরি করা হয়েছে একটি খেলা। সেখানে দেখা যাচ্ছে, 4-0=12, এই অঙ্কের সমাধান করতে হবে আপনাদের। কী হল অঙ্কটা দেখেই ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন কীভাবে সম্ভব? আসলে এই অঙ্কটি ভুল রয়েছে। সঠিক উত্তরটা কিন্তু দিতে হবে আপনাদের। এর জন্য অবশ্য সময় পাবেন 15 সেকেন্ড।

কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।

সময় কিন্তু নিজের তালে বয়ে চলেছে।

তাড়াতাড়ি করুন, আর খুব বেশিক্ষণ সময় নেই।

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেশলাই কাঠি দিয়ে তৈরি এই অঙ্কের সমাধান করতে হলে যোগ করতে হবে 2 টি দেশলাই কাঠি।

দ্বিতীয়বার শুরু হল সময়।

গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়।

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেশলাই কাঠি দিয়ে তৈরি এই অঙ্কের মাঝখানে অবস্থিত (-) চিহ্নটিকে করতে হবে (+)। এর জন্য একটি কাঠি লম্বালম্বি ভাবে জুড়ে দিতে হবে। আবার 0 সঙ্গে জুড়ে দিতে হবে আড়াআড়ি ভাবে একটি কাঠি। অর্থাৎ অঙ্কটি হবে 4+8=12

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্য নতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।