বুদ্ধির খেলা: 3+3=8, একটা মাত্র দেশলাই কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, রইলো 30 সেকেন্ড সময়

Brain Teaser: দেশলাই কাঠির ধাঁধা গুলি এখন খুবই বিখ্যাত। একটি মাত্র দেশলাই কাঠি ঘুরিয়ে আপনাকে অংকের সঠিক প্রশ্ন দিতে হবে। খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। আসলে এই ধরণের ধাঁধা আপনি যদি উত্তর দিতে চান তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ও খুব ভালো বুদ্ধি থাকা দরকার। যে কারণেই আজকের এই প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি।
ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে। নিচে প্রশ্নটি দেওয়া হলো,
3+3=8
প্রশ্নটি দেখেই বুঝতে পারছেন অংকটি ভুল আছে। কিন্তু আপনাকে এই অংকটি ঠিক করতে হবে। তবে মাত্র একটি দেশলাই কাঠি সরিয়ে আপনাকে উত্তর দিতে হবে। জানেন কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারবেন। আপনার কাছে ৩০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন থেকেই সেই সময় শুরু হচ্ছে।
আপনাদের এই জাতীয় প্রশ্নের উত্তর কিভাবে দেবেন তার কিছু টিপস নিচে দেওয়া হলো যা চোখ বুলিয়ে নিতে পারেন।
১) আগে দেশলাই কাঠির ধাঁধার উত্তর দিলে সেই প্রশ্নটি মনে করার চেষ্টা করুন।
২) প্রশ্নটি যদি আগের মতো কোনো প্যাটার্ন থাকে তাহলে আপনি সহজেই উত্তর দিতে পারবেন।
৩) নাহলে অন্যভাবে এই খেলাটি আপনাকে ভাবতে হবে।
সময় কিন্তু ধীরে ধীরে চলছে।
৫
৪
৩
২
১
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়া যাক।
3+3 এই সংখ্যার থেকে সেই দ্বিতীয় 3 আছে সেটা একবার লক্ষ্য করুন। 3 ডানদিকে থেকে একটি কাঠি যদি উঠিয়ে নেওয়া হয় আর সেটা সামনে বসানো হয় তাহলে অনায়েসেই সেই 3 হয়ে যাবে 5। তাহলে নতুন অংকটি হচ্ছে –
3+5=8
এবার অনায়েসেই সেই অংকটি ঠিক হয়েছে। প্রতিবেদনে দেওয়া ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। যারা অবিলম্বে সঠিক উত্তর দিতে পেরেছেন তাঁদের বুদ্ধিকে কুর্নিশ জানাই। এবার আপনিও এই প্রশ্নটি সকলের সাথে ভাগ করে দেখুন কে কে জিনিয়াস তকমা ছিনিয়ে নিতে পারে।