Matchstick Puzzle : ‘1+4=9′, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সমাধান করতে পারলেই আপনি লেজেন্ড

দিনের পর দিন কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন? কোনো কাজ করতেই ইচ্ছে করছে না? এই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন দেশলাই কাঠির ধাঁধায় (Matchstick Puzzles)। আসলে এ ধরনের ধাঁধাঁগুলির সমাধান করতে পারলে খুব সহজে পরীক্ষা করে নেওয়া যায় মস্তিষ্কের তীক্ষ্ণতা। এমনকি এ ধরনের ধাঁধা গুলি বুদ্ধির বিকাশ ঘটাতেও বেশ উপযোগী। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসছে একের পর এক ধাঁধার ছবি। সম্প্রতি তেমনই একটি ছবি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। এই ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Matchstick Puzzles
নিত্যদিনের মতোই আজ আবারো দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzles) নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি দেশলাই কাঠি দিয়ে একটি অঙ্ক তৈরি করা হয়েছে, অঙ্কটি হল, 1+4=9। কী হল ঘাবড়ে গেলেন? আসলে অঙ্কটি আছে ভুল। সঠিক উত্তরটা আপনাদের বলে দিতে হবে। 10 সেকেন্ডের মধ্যে অঙ্কের সমাধান করতে পারলেই জিনিয়াস।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই অঙ্কের সমাধান করতে হলে কেবলমাত্র একটি দেশলাই কাঠি বাতিল করে দিতে হবে।
দ্বিতীয়বার শুরু হল সময়
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আগেই বলেছি অঙ্কের সঠিক উত্তর পেতে হলে বাতিল করতে হবে একটি দেশলাই কাঠি। ডানদিকে অবস্থিত 9 এর থেকে লম্বালম্বি ভাবে একটি দেশলাই কাঠি তুলে নিলেই সেটি হয়ে যাবে 5। ব্যাস তাহলেই মিলে গেল অঙ্ক। অর্থাৎ উত্তরটি হবে 1+4=5।