চোখের পরীক্ষা: ৯৮% মানুষ ব্যর্থ! ছবির লুকিয়ে থাকা বিড়ালকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস, রইলো ১০ সেকেন্ড সময়

Optical Illusion: মানুষের তৈরী ধাঁধা খেলাই কিন্তু এখন ব্যাপক জনপ্রিয়। অন্য প্রশ্ন গুলি থেকে এটা কিন্তু অবশ্যই বেশ স্পেশাল হয়। এবারও মানুষেরই তৈরী করা ইলাস্ট্রেশনের ছবির ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্য সময় না পারলেও এই সময় আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে কারণ সবার থেকে কিন্তু আলাদা ও মজার এই প্রশ্ন। আসলে এখনকার ধাঁধা গুলি খুবই মজাদার ও বেশ অন্যরকম হয় যার ফলে অবসর সময় এই খেলার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করেন নেটিজেনরা।
আজকের ধাঁধার প্রশ্নটি আগে ভালো করে দেখে নিন। ফটোতে অনেকগুলি জীব জন্তু দেখা যাচ্ছে। জিরাফ থেকে পেংগুইন, আবার সারমেয় থেকে রঙিন পাখি সবকিছুই দেখা যাচ্ছে। তবে শুধু এই প্রাণী নয় ফটোতে লুকিয়ে আছে একটি বিড়াল। আপনি কি পারবেন সেই বিড়ালটিকে খুঁজে বের করতে?
মাত্র ১০ সেকেন্ড সময় পাবেন আপনারা এই প্রশ্নের উত্তর দিতে। ভালো করে দেখলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আপনি। তবে এখনও পর্যন্ত ২% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার নির্দিষ্ট সময় কিন্তু শুরু হয়ে গেছে তাই ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। এবার কিন্তু আপনার সময় শেষ হয়ে আসছে। কি পারলেন না তাই তো?
ফটোর ডান দিকে দেখুন জেব্রা দাঁড়িয়ে আছে। সেখানেই ব্যারিকেডের থেকে দেখুন একটি বিড়ালের মুখ দেখা যাচ্ছে। আপনাদের বোঝার জন্য ফটোর মধ্যে দিয়েই সঠিক উত্তর দিয়ে দেওয়া হলো। খুব সহজ অথচ সম্পূর্ণ অন্যরকম এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না আপনারা। তবে ইতি মধ্যেই এই প্রশ্ন ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। পরের প্রতিবেদনে এইধরণের প্রশ্ন নিয়ে আবারো হাজির হবো।