চোখের ধাঁধা: এই ছবিতে ঘরগুলোর মাঝে লুকিয়ে আছে একটি বিড়াল, রইলো ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

মানুষের তৈরী ধাঁধা খেলায় অংশগ্রহণ করেছেন কোনোদিন? অন্য প্রশ্ন গুলি থেকে এটা কিন্তু অবশ্যই বেশ স্পেশাল হয়। এবারও একজনের শেয়ার করা একটি বিশেষ ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্য সময় না পারলেও এই সময় আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে এখনকার ধাঁধা গুলি খুবই মজাদার ও বেশ অন্যরকম। যার ফলে অবসর সময় এই খেলার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করেন নেটিজেনরা।
আজকের ধাঁধার প্রশ্নটি আগে ভালো করে দেখে নিন। ফটোতে অনেকগুলি বাড়ি দেখা যাচ্ছে। তবে শুধু বাড়ি নয় বাড়ির মাঝেই কোনো এক জায়গায় লুকিয়ে আছে ছোট্ট একটি বিড়াল। আপনি কি পারবেন সেই বিড়ালটিকে খুঁজে বের করতে? বিখ্যাত ব্যবসায়ী হার্শ গোয়েঙ্কা (Harsh Goenka) নিজের টুইটার একাউন্ট থেকে এই ফটোটি আপলোড করেছিলেন।
If you are observant, you will find the cat in 10 seconds… pic.twitter.com/fisVmjJWFl
— Harsh Goenka (@hvgoenka) January 22, 2023
হার্শ কিন্তু ক্যাপশনের মাধ্যমে জানিয়েছেন মাত্র ১০ সেকেন্ড থাকবে। ভালো করে দেখলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আপনি। সময় কিন্তু শুরু হয়ে গেছে আর শেষ হয়ে আসছে ধীরে ধীরে। কি পারলেন না তাই তো? তাহলে নিচে সঠিক উত্তর দেখে নিন।
ফটোর ডান দিকে উপরে দেখুন বাড়ির মধ্যে দিয়ে সাদা রঙের একটি বিড়াল মুখ বের করছে। আপনাদের ফটোর মধ্যে দিয়েই সঠিক উত্তর দিয়ে দিয়ে হলো। খুব সহজ অথচ সম্পূর্ণ অন্যরকম এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না আপনারা। তবে ইতিমধ্যেই এই প্রশ্ন ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। চিন্তা করবেন না কারন এই ধরণের প্রশ্ন নিয়ে আবারো হাজির হবো আমরা।