ফ্রীতে দেখার দিন শেষ, এবার Jio Cinema দেখার জন্য দিতে হবে টাকা! ক্লিক করে জানুন বিস্তারিত

প্রতি মাসে জিও রিচার্জ করেন? তাহলে জিও সিনেমা (Jio Cinema) নিশ্চয়ই বিমামূল্যে উপভোগ করতে পারেন। অন্য OTT অ্যাপ্লিকেশন গুলির মতো টাকা খরচ করতে হবে না। তবে সেই সুখের দিন কার্যত শেষ হতে চলেছে। এবার জিও সিনেমা দেখতে হলেও সকল গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত অর্থ। হ্যাঁ এই খবর সামনে আসতেই কিন্তু তোলপাড় গোটা দেশ। জিও সিনেমায় আইপিএলের ডিজিটাল ব্রডকাস্টিং করলেও তা বিনামূল্যে Airtel, VI, BSNL গ্রাহকরাও দেখতে পাচ্ছেন।
রিলায়েন্স মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে সম্প্রতি ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন -‘এবার থেকে কনটেন্ট পিছু টাকা নেবে জিও সিনেমা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার সহ OTT প্ল্যাটফর্ম গুলি কনটেন্ট পিছু টাকা নেয়। জিও সিনেমা দেখতে হলেও গ্রাহকদের থেকে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি নেওয়া হবে। দেশের মানুষের কাছে বিদেশী অ্যাপ নয় বরং জিও সিনেমা সবথেকে বেশি কনটেন্ট যুক্ত অ্যাপ করতে চলেছে তাও জানিয়েছেন জ্যোতি।
তবে চলতি IPL চলবে আগামী ২৮ মে পর্যন্ত। যা গ্রাহকরা বিনা খরচে জিও সিনেমায় দেখতে পাবেন। জ্যোতি দেশপান্ডে জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার আগেই জিও সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা এবং ওয়েব সিরিজ রিলিজ করবে। যা ধীরে ধীরে সংখ্যায় বাড়তে থাকবে। আইপিএলের হাত ধরেই তাদের ওটিটিতে ৫.৫ বিলিয়ন ভিউ বেড়েছে। তাই এই খেলা দেখানো যে আদতে একটি ব্যবসার অঙ্গ তা ভালোই বুঝতে পারছেন সকলে।
জ্যোতির কথায় জিও সিনেমা তাঁদের অরিজিনাল ওয়েব সিরিজ ও সিনেমা তৈরী করবে। ‘Reliance Entertainment’ নামের আগেই একটি প্রোডাকশন হাউজ খুলেছেন আম্বানি গোষ্ঠী। এবার সেখান থেকে সিনেমা ও এন্টারটেনমেন্ট জগতে প্রবেশ করতে বেশি সময় লাগবে না তাঁদের। কিন্তু এর ফলে কি জিও গ্রাহকদের উপরে বাড়তি চাপ পড়বে? সেটা যদিও এখনও কিছু জানা সম্ভব হয়নি।