×
FinanceNews

গ্ৰাহকদের জন্য বড়সড় সুখবর, ফিক্সড ডিপোজিটে ৮.২৫% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাংক! বিনিয়োগ মাত্র ২ বছরের

ফিক্সড ডিপোজিট করার চিন্তা ভাবনা করছেন নতুন অর্থবর্ষে? তবে মোটা টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই ব্যাংকের থেকে সুদের হার কিন্তু জেনে নেবেন। ওহঃ, খবর নিয়েছেন যখন বলুন ফিক্সড ডিপোজিটে আপনার ব্যাংক কত টাকা সুদ দিচ্ছে? মাত্র ৭ শতাংশ সুদ পাচ্ছেন ওদিকে ইন্ডাসল্যান্ড ব্যাংক ৮.২৫% সুদ দিচ্ছেন ২ বছরের জন্য।

নতুন পাওয়া তথ্য অনুযায়ী ইন্ডাসল্যান্ড ব্যাংক সাধারণদের ৭.৫০ % ও প্রবীণ নাগরিকদের ৮.২৫ % হারে সুদ দিচ্ছে। তবে ব্যাংকে আপনার টাকা ২ বছর থেকে ৩ বছর ৩ মাসের জন্য রাখতে হবে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে অনেকঅংশে। বর্তমানে ৩.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন সাধারণ মানুষ।

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ মিলছে। ১২ মাস থেকে ১৮ মাস টাকা রাখলে ৭%, ১৮ মাস থেকে ২৪ মাসের মধ্যে টাকা রাখলে সুদ পাবেন ৭.২৫ %। ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের মধ্যে এই সুদ কিন্তু হয়ে যাবে ৭.৫০%। সাধারণ মানুষদের থেকে প্রবীণদের অনেকটাই সুদের পরিমান বেশি তা বলার অপেক্ষা রাখে না।

এক বছরের বেশি কিন্তু ৬১ মাসের কম সময়ের মধ্যে ৭.২৫%। ৬১ মাস বা তার বেশি সময়ের স্থায়ী আমানতে সুদ দেবে কিন্তু ৭%। নিশ্চয়ই ভাবছেন এর বাইরেও কি ফিক্সড ডিপোজিটের সুদ আছে? অবশ্যই আছে তাহলে চলুন এক নজরে বাকি সুদ ও সময় গুলি দেখে নেওয়া যাক-
১) ৩৫৫ দিন থেকে ৩৬৪ দিনের মধ্যে সুদ পাবেন ৬.২৫%
২) ২১১ দিন থেকে ২৬৯ দিনের মধ্যে সুদ পাবেন ৫.৮০%
৩) ২৭০ দিন থেকে ৩৫৪ দিনের মধ্যে সুদ পাবেন ৬%
৪) ১২১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ৫% সুদ পাবেন
৫) ৯১ দিন থেকে ১২০ দিনের মধ্যে ৪.৭৫% সুদ পাবেন