
এর আগে লকডাউন চলাকালীন এক অনন্য ঘটনা চাক্ষুষ করেছিলেন উড়িষ্যার বালাসোর জেলার একটি গ্রামের বাসিন্দারা। সেইসময় তারা হলুদ রঙের এক বিরল প্রজাতির কচ্ছপ ভেসে আসতে দেখা গিয়েছিল সেখানকার সৈকতে।
আর এবার সেই একই ঘটনার সাক্ষী থাকলো বর্ধমানের বাসীন্দারা। তারা এক বিরল প্রজাতির কচ্ছপকে চাক্ষুষ দেখতে পারলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক পুকুর থেকে বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছে।
ওই হলুদ রঙের কচ্ছপটি দেখলে মনে হবে যেন কেউ তার সারা দেহে রঙ করে দিয়েছে। প্রসঙ্গত, উল্লেখ্য, এর আগে যখন এমন বিরল হলুদ রঙের কচ্ছপের দেখা মিলেছিল সেই সময় ওড়িশার ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন জানিয়েছিলেন এমন কচ্ছপ তারা অতীতে দেখেননি। আবার অনেকে এও বলেছিল জিনঘটিত কারনে কচ্ছপটির এমন হলুদ রঙ হয়েছে।
Today a Yellow Turtle was rescued from a Pond in Burdwan,WB. It's one kind of a rarely occuring Flapshell Turtle. @ParveenKaswan @SanthoshaGubbi @RandeepHooda @rameshpandeyifs pic.twitter.com/enTyNAkxmP
— Debashish Sharma, IFS (@deva_iitkgp) October 27, 2020
এছাড়াও বনকর্মী সুশান্ত নন্দা সেই সময় জানিয়েছিলেন, এই কচ্ছপটি সম্ভবত অ্যালবিনোয় আক্রান্ত। যে কারনে তার সারা দেহের রং হলুদ হয়েছে। ইতিমধ্যে, বনকর্তারা পরীক্ষা করে জানিয়েছেন দুটি কচ্ছপেই জেনেটিক মিউটেশন লক্ষ্য করা গেছে। তবে এটি কোনো রোগ নাকি সম্পূর্ণ নতুন প্রজাতি তা নিয়ে এখনো মতের অমিল রয়ে গেছে অনেকের মধ্যে।