×
News

লাগবে না পেট্রোল, জলেই ছুটবে বাইক! অত্যাধুনিক বাইক আনছে Yamaha

যুগের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে উন্নতি হচ্ছে প্রযুক্তিরও। আর তাই একের পর এক এমন নিত্যনতুন ভাবনা মাথা চারা দিয়ে উঠছে যা কল্পনার অতীত। দিনের পর দিন বেড়ে চলেছে পরিবেশ দূষণ। সঙ্গে ফুরাচ্ছে জ্বালানিও। এর এই দুয়ের হাত থেকে বাঁচতে সম্প্রতি পাওয়া গিয়েছে এক বিকল্প উপায়।

আর সেটি হল বাইক। শুনেই ভাবছেন তো বাইক আবার কি করে রক্ষা করবে দূষণের হাত থেকে। তাহলে শুনুন আসল কথা। জনপ্রিয় সংস্থা yamaha এমন একটি বাইক তৈরি করতে চলেছে যা চালাতে কোনো পেট্রোল নয় বা কোনো ডিজেল নয় লাগবে জল। হ্যাঁ ঠিকই শুনেছে শুধুমাত্র জলের সাহায্যে চলবে এই বাইক।

ADVERTISEMENT

এই বাইকটির নাম রাখা হয়েছে yamaha XT500 H20 edition। জানা গিয়েছে, এই প্রকল্পটি ২০১৬ সালে শুরু হয়েছিল। এবার সেই ধারণারই পুনরাবৃত্তি হতে চলেছে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই বাইকটি বাজারে এসে যাবে। এছাড়া বাইকটি ওয়াটার ইঞ্জিন দ্বারা চালিত হওয়ায় ভবিষ্যতে অন্য বাইকের তুলনায় এই বাইক দেশের কাছে উপযোগী হয়ে উঠবে বলে আশা করা যায়।

ADVERTISEMENT

Related Articles