News

Weather Report: আকাশের মুখ ভার, নিম্নচাপের ফলে হবে ভারী বৃষ্টি? দেখে নিন আবহাওয়ার আপডেট

গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা সহ দক্ষিনবঙ্গ। যারফলে চাষের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। তবে, গত আগস্টে সেই ছবি কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। যা কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে, চলতি বছরে কখনও টিপটিপ, কখনও আবার জোরে বৃষ্টি হওয়ায় বর্ষার আগমন ইতিমধ্যেই সকলে টের পেয়েছে। কিন্তু তারমধ্যে বেড়েছে অস্বস্তি।

তবে, তারমধ্যে টুকটাক বৃষ্টি তো হয়েই চলেছে। সবমিলিয়ে কেমন থাকবে কলকাতার আবহাওয়া তা জানেন কি? আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশাতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিমবঙ্গ উপকূলের অনেকটাই নিচে অবস্থান করছে। যা কিনা পশ্চিমদিকে অগ্রসর হবে। আর সেই হিসেবে বলা যায় যে, এই নিম্নচাপ ওড়িশা দিয়ে দক্ষিণ ছত্তিশগড় হয়ে পশ্চিমদিকে সরে যাবে।

কিন্তু নিম্নচাপের প্রভাবে আমরা খুব একটা বেশি বৃষ্টি পাব না। তবে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের উপর নিন্মচাপের প্রভাব পড়েছে। আর এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে জলীয় বাষ্প যাবে তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে, ৯ তারিখ নাগাদ বৃষ্টি কমেও যাবে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির আকাল দেখা যাবে বলেই মনে হচ্ছে।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি প্রায় হবে না। মূলত শুস্ক আবহাওয়া থাকবে। তবে, দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে সামান্য বৃষ্টি বাড়বে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে তা জানেন কি? সেই বিষয়ে জানা গিয়েছে যে, মঙ্গলবার তাপমাত্রা কমলেও নতুন করে তাপমাত্রা কমবে না। কলকাতার তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।