Weather Report: এই এই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কি জানালো আবহাওয়া দফতর?

বর্তমানে সূর্যের তীব্র দাবদাহে নাকাল মানুষজন। গরমের কাঠফাঁটা রৌদ্রে সকলের প্রাণই ওষ্ঠাগত। বেশিরভাগ জেলারই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। আর তাইতো দেশের বেশিরভাগ রাজ্যেই গ্রীষ্মকালীন ছুটি চলছে। আর এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সঙ্গে চরম সতর্কতা জারি করা হয়েছে।
তবে, শোনা যাচ্ছে রবিবারের পর দক্ষিণবঙ্গে তীব্র হাওয়া বদলের সম্ভবনা রয়েছে। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর তাই রবিবারের আগে দক্ষিণবঙ্গে কোনো বর্ষার সম্ভাবনা নেই। তবে, বাংলায় বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু থমকে আছে। যা আপাতত মালদহের উপর অবস্থান করছে। মালদহে মৌসুমী অক্ষরেখা থমকে রয়েছে।
তবে, উত্তরে স্বস্তি ফিরলেও কলকাতায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবেই। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী ১৮ থেকে ২১ জুনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। উত্তরবঙ্গে ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুধু তাই নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে, শনিবার থেকে বৃষ্টির পরিমান কমবে। এমনকি পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোচবিহার, অলিপুরদুয়ার সহ জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে চলছে চরম অস্বস্তিকর আবহাওয়া। রবিবার পর্যন্ত পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে। তারমধ্যে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর।
তবে, কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমান বাড়বে। কিন্তু বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।