Weather Update: এই এই জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা!

জেলায় জেলায় জারি সতর্কতা। এমনকি দক্ষিণবঙ্গের তিন জেলায় জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিন কয়েক ধরেই ব্যাপক বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলেও আকাশের মুখ ভার। আর তাইতো উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই সতর্কতা জারি করা হয়েছে। তবে, তারই মাঝে আবার অধিকাংশ জায়গায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হয়েই চলেছে।
তবে, আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে, আজ উত্তরের দুই পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পঙে মাঝারি বৃষ্টি হবে। ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। যারকারণে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।
ওদিকে ৮ ও ৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভবনা রয়েছে। এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে, এই তিন জেলাতে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে তাপমাত্রার কোনো হেরফের ঘটবে না বলেই জানা গিয়েছে।
গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা সহ দক্ষিনবঙ্গ। যারফলে চাষের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। তবে, গত আগস্টে সেই ছবি কিছুটা বদলে যায়। এরপর সেপ্টেম্বর পরতে না পরতেই একের পর এক নিম্নচাপ। এমনকি অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছিল সকলেই। যা কালীপুজোতেও ব্যতিক্রম হয়নি। তবে, চলতি বছরে কখনও টিপটিপ, কখনও আবার জোরে বৃষ্টি হওয়ায় বহু আগে থেকেই বর্ষার আগমন সকলে টের পেয়েছে।