News

Weather Report : অপেক্ষা আর মাত্র কিছু ঘণ্টার! রাজ্যে ঢুকতে চলেছে বর্ষা, ভারী বৃষ্টির সতর্কতা এই ৩ জেলায়

৪০-৪২ ডিগ্রি এই সংখ্যাই যেন পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেশ কিছুদিন জুড়ে আছে। বুঝতেই পারছেন কি নিয়ে কথা হচ্ছে। এই গরমে কার্যত সাধারণ মানুষের নাভির শ্বাস উঠে যাচ্ছে। সেখানেই আকাশের দিকে তাকিয়ে আছেন সাধারণ মানুষ এক পশলা বৃষ্টির আশায়। জুনের শুরু থেকে তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা গোটা দক্ষিণবঙ্গে। দিনভর চলেছে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের মতো জেলা গুলির কিছু জায়গায় ৪৫ ডিগ্রি তাপমাত্রাও ছাড়িয়ে গেছে।

কবে হবে বৃষ্টি : আবহাওয়া দপ্তর জানিয়েছে জুনের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে ফিরছে স্বস্তি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচে নামবে।

কোথায় হবে বৃষ্টি : কলকাতা, হাওড়া, দুই পরগনা সহ পূর্বের জেলা গুলিতে বৃষ্টিপাত হবার সম্ভবনা তৈরী হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনো তাপপ্রবাহ চলবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।

কেমন ও কখন বৃষ্টি হবে : কলকাতা শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি। এই তাপমাত্রা হবার কারণ শুধুমাত্র দুদিন আগেই ঘটে যাওয়া বৃষ্টি। সেই কারণেই তাপমাত্ৰা কিছুটা কম আছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৮ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গ : আজ ও আগামীকাল হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভবনা তৈরী হয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে আজ ও আগামীকাল দুদিন তাপপ্রবাহ বেড়ে যাবে কয়েক ডিগ্রি।

উত্তরবঙ্গ : এবার যেন উত্তরবঙ্গতেও বেশ খানিক গরম বেড়েছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সাথেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে গতকাল বৃষ্টি হবার সম্ভবনা আছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে। সেখানে সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে। যদিও ইতি মধ্যেই বেশ খানিক তাপমাত্রা বদলে গেছে পাহাড়ের।