Weather Report: ভারী বৃষ্টি নাকি লাগাতার ঘাম, কেমন যাবে কলকাতার আবহাওয়া? রইলো আজকের আপডেট

গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা সহ দক্ষিনবঙ্গ। যারফলে চাষের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। তবে, গত আগস্টে সেই ছবি কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। যা কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে, চলতি বছরে কখনও টিপটিপ, কখনও আবার জোরে বৃষ্টি হওয়ায় বর্ষার আগমন ইতিমধ্যেই সকলে টের পেয়েছে। কিন্তু তারমধ্যে বেড়েছে অস্বস্তি।
তবে, তারমধ্যে টুকটাক বৃষ্টি তো হয়েই চলেছে। সবমিলিয়ে কেমন থাকবে কলকাতার আবহাওয়া তা জানেন কি? গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। ওদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিক। গতকাল অর্থাৎ বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮২ শতাংশ।
তবে, বর্তমানে যা পূর্বাভাস তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু তার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে, এই তাপমাত্রার হেরফেরের কারণে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে। আর একবার যদি কাশি হয় তা কমাতে সময় লেগে যাচ্ছে অনেকদিন।
এই সময় চিকিৎসকরা শিশুদের ক্ষেত্রে বাড়তি সর্তকতা নিতে বলছেন। কোনোভাবেই যেন তাদের ঠান্ডা না লেগে যায় সেদিকে নজর দিতে বলছেন। এখন দেখার পালা আগামীদিনে কোনদিকে মোড় নেয় আবহাওয়া।