×
News

গঙ্গার নীচে দিয়ে চালু হতে চলেছে মেট্রো, হাওড়া থেকে এসপ্ল্যানেড পৌঁছাবেন মাত্র ৪৫ সেকেন্ডে

গঙ্গা নদী যেন ভাগ করেছে বঙ্গের সবথেকে পুরোনো ও ঐতিহ্যবাহী দুটি শহরকে। হয় ব্রিজ নয়তো ভটভটি করে দুটি শহরের মানুষ প্রতিদিন এপার ওপার করেন। কলকাতা ও হাওড়া যাতায়াত করতে যদিও ৩০ মিনিটের বেশি সময় লেগে যায়। তবে এবার গঙ্গা নদীও কার্যত কিছু করতে পারবে না। মাত্র ৪৫ সেকেন্ডেই হাওড়া থেকে এসপ্ল্যানেড চলে আসবে মেট্রো রেল। শুনলে কিন্তু মনে হয় গল্পের গরু গাছে ওঠার মতো অবস্থা। তবে আদতেই এমনটা হতে চলেছে।

গঙ্গার নীচে দিয়ে চালু হতে চলেছে মেট্রো, হাওড়া থেকে এসপ্ল্যানেড পৌঁছাবেন মাত্র ৪৫ সেকেন্ডে -

২০২৩ সালের শেষ নাগাদই সেই পথে চলতে শুরু করবে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সুড়ঙ্গে নিমেষে পৌঁছে যাবেন গন্তব্যে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু করা হবে। হাওড়া ময়দানের সঙ্গে সেক্টর ফাইভের সংযোগের কাজেও অনেকটা জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা।

গঙ্গার নীচে দিয়ে চালু হতে চলেছে মেট্রো, হাওড়া থেকে এসপ্ল্যানেড পৌঁছাবেন মাত্র ৪৫ সেকেন্ডে -

গত বছরের ডিসেম্বরেই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যের ২.৫ কিলোমিটার পথ তৈরীর কাজ শেষ হলেই ট্রেন চালু করা সম্ভব হবে। কার্যত ভারত ও বাংলার ক্ষেত্রে এই মেট্রো লাইন যে ইতিহাস তৈরী করবে তা বলার অপেক্ষা রাখে না। এই লাইনে লোকবসতি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা থাকার ফলেই রেলের উচ্চ কতৃপক্ষ নদীর নিচ দিয়ে এই লাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

গঙ্গার নীচে দিয়ে চালু হতে চলেছে মেট্রো, হাওড়া থেকে এসপ্ল্যানেড পৌঁছাবেন মাত্র ৪৫ সেকেন্ডে -

৫২০ মিটার লম্বা এই টানেলটি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর মূল পয়েন্ট। কারণ এর আগে এমন কোনো প্রজেক্ট হয়নি। আর কিছু দিনের মধ্যেই হাওড়া থেকেই আপনি পৌঁছে যেতে পারবেন সল্টলেক সেক্টর ফাইভ। কতটাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের তা যদিও এখনও কিছু বলেননি রেল থেকে। প্রত্যেক মানুষ যে এই ট্রেন সূচনার জন্য দিন গুনছেন তা বলার অপেক্ষা রাখে না।