
ফের পতন সোনার দামে (Gold Price)। দেশের বাজারের সপ্তাহের দ্বিতীয় দিনেও লাগাতার পতন সোনার দামে। যদিও খানিকটা বেড়েছে রুপোর দাম (Silver Price)। MCX সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬, ২০৫ টাকা। আর রুপোর দাম ০.১ শতাংশ বেড়েছে। যার ফলে এক কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৫৯,৬১৫ টাকা।
তবে, ২২ ক্যারেট সোনার (Gold) ১০ গ্রাম এর দাম চেন্নাইতে ৪৩,৫৯০ টাকা। এছাড়া দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম এর দাম ৪৫,৪৪০ টাকা। আর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ৪৫,৫৪০ টাকা। যদিও গুডসরিটান এর ওয়েবসাইট অনুযায়ী ২৪ ক্যারেট সোনার দাম দেশের একেকটি শহরে একেক রকম হয়ে থাকে।
তারফলে দেশের রাজধানী দিল্লিতে(Delhi) ২১ সেপ্টেম্বর থেকে ১০ গ্রাম সোনার দাম (Gold price) দাঁড়িয়েছে ৪৯,৫৭০ টাকা। চেন্নাইতে(Chennai) দাম দাঁড়িয়েছে ৪৭,৫৫০ টাকা। আর কলকাতায় (Kolkata) ১০ গ্রাম সোনার দাম ৪৮,২৪০ টাকা। তবে, গত বছর আগস্ট মাসে সোনার দাম সবচেয়ে উচ্চস্তরে পৌঁছেছিল। তবে, সেই দামের তুলনায় এখন সোনার সোনার দাম প্রায় ১০,০০০ টাকা সস্তা। তবে, বিশেষজ্ঞদের মতে দীপাবলীর সময় হুড়মুড়িয়ে বাড়বে সোনার দাম। আর তাই এখনই সুবর্ণ সুযোগ সোনা কেনার।