Advertisement
FinanceNews

দীপাবলির আগে ফের অনেকটা কমলো সোনার দাম, রেকর্ড দরের থেকে ৫,৩১০ টাকা সস্তা সোনালী ধাতু

২৪ ক্যারেট সোনার দামও আগের তুলনায় ২৭০ টাকা কমেছে। যারফলে বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৮৯০ টাকা।

Advertisement
Advertisements

ফের একবার সস্তা হল সোনার দাম। সপ্তাহের তৃতীয় কর্মদিবসের দিন বেশ খানিকটা পতন হল সোনার দামে (Gold Price)। ইতিমধ্যেই চলছে পুজোর মরসুম। আর পুজো মানেই সোনা (Gold Price) কেনার ধুম। কম হোক বেশি সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে। তবে, এবার মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বুধবার অনেকটা কমলো সোনার দাম। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৬৫০ টাকা।

দীপাবলির আগে ফের অনেকটা কমলো সোনার দাম, রেকর্ড দরের থেকে ৫,৩১০ টাকা সস্তা সোনালী ধাতু

Advertisements

আর এই সোনারই গতকাল দাম ছিল ৪৬,৯০০ টাকা। আন্তর্জাতিক বাজারে ক্রমেই সোনার দাম হ্রাস পাচ্ছে। আর তারই প্রভাব এসে পড়ছে ভারতীয় বাজার গুলিতে। এই নিয়ে পরপর তিনদিন কমলো সোনার দাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দামও আগের তুলনায় ২৭০ টাকা কমেছে। যারফলে বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৮৯০ টাকা। তবে, দোকান হিসেবে মুজুরি ও করের কিছুটা পার্থক্য থাকতে পারে।

Advertisements

দীপাবলির আগে ফের অনেকটা কমলো সোনার দাম, রেকর্ড দরের থেকে ৫,৩১০ টাকা সস্তা সোনালী ধাতু

বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে গেছে। তবে, সামনেই আসছে দীপাবলি। আর দীপাবলি মানেই ধনতেরাস। আর এই সময় সকলেই নিজেদের সাধ্যমতো সোনা কিনে থাকেন। আর তাই সোনার দাম কমায় কিছুটা হলেও সোনার কেনার ক্ষেত্রে লাভবান হচ্ছেন ক্রেতারা। তাহলে আর দেরি কিসের। আজই ঘরে আনুন হলুদ ধাতু।

দীপাবলির আগে ফের অনেকটা কমলো সোনার দাম, রেকর্ড দরের থেকে ৫,৩১০ টাকা সস্তা সোনালী ধাতু

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম  ৫৬,২০০ টাকা(রেকর্ড দাম) ঠেকেছিল। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৫,৩১০ টাকা কম সোনার দাম।