
ফের পতন সোনার দামে (Gold Rate)। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে শুক্রবার কলকাতায় কমল সোনার দাম (Gold Price)। MCX সূচকে সোনার দাম ১৫০ টাকা কমেছে। তবে, শুধুমাত্র সোনার দামেই নয় পতন ঘটেছে রুপোর দামেও। ১ কিলোগ্রাম রুপোর দাম (Silver Price) ১০০০ টাকা কমে দাঁড়িয়ে ৬০,০০০ টাকার ঘরে নেমে এসেছে। লাইফ মিন্টো শেয়ার ইন্ডিয়ান রিসার্চের প্রধান ভাইস প্রেসিডেন্ট রবি কুমারের মতে ওমিক্রন নিয়ে ধোঁয়াশা থাকার কারণেই সোনার-রুপোর দামে এমন হের ফের দেখা যাচ্ছে।
আর তারফলেই আপাতত কিছুদিনের জন্য সোনার ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ৪৭,০০০ টাকা থেকে নেমে ৪৬,৮০০ টাকায় এসে দাঁড়িয়েছে। ওদিকে স্বস্তিকা ইনভেস্টমার্টেনর অভিষেক চৌহানের মতে কয়েক মাসের মধ্যেই সোনার দাম ৫২,০০০ টাকায় চলে যেতে পারে। এমনকি ওমিক্রন যদি ভয়াবহ আকার ধারণ করে তাহলে সোনার দাম ৫২,৫০০ টাকায় পৌঁছে যেতে পারে। আপাতত ওমিক্রনের বাড়বড়ন্তের উপরই নির্ভর করছে সোনার দামের ওঠানামা।
এই মুহূর্তে দাঁড়িয়ে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৮,৫০০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম (Gold Price) ৪৬,০০০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নায় দাম ৪৬,৭০০ টাকা। অন্যদিকে প্রতি কেজি রুপোর বাটের দাম ৬০,৬০০ টাকা। খুচরো রুপোর দাম (Silver Price) ৬০,৭০০ টাকা।