Advertisement
FinanceNews

Gold Price Today: বিয়ের মরশুমে ফের দাম বাড়লো সোনার, তবুও রেকর্ড দরের থেকে সস্তা প্রায় ৫,৫০০ টাকা

Advertisement
Advertisements

Gold Price Today: ইতিমধ্যেই চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price)। এই সময় সোনার দাম সস্তা হলে সুবিধা হয় সকলেরই। কিন্তু ভারতীয় বাজারে কখনও সোনার দাম বাড়ছে আবার কমছে। এদিকে প্রায় ২০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে মার্কিন ডলার। এর ফলে বিশ্ব বাজারে ৯ মাসে সবথেকে সস্তা হয়ে গেল হলুদ ধাতু। এই মুহূর্তে এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৭৩৪.৯৭ ডলার। তবে, সোনার দাম কমলেও রুপোর দাম ০.৩ শতাংশ বেড়েছে। যার ফলে দাম ১৯.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে।

তবে, আজ অর্থাৎ মঙ্গলবার ভারতীয় বাজারে সোনার দাম সামান্য বেড়েছে। যারফলে MCX সূচকে ১০ গ্রাম সোনাতে ০.১২ শতাংশ অর্থাৎ ৬১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৭০৫ টাকা। কিন্তু অন্যদিকে আবার সোনার দাম (Gold Price) বাড়লেও সস্তা হয়েছে রুপোর দাম। ১ কিলোগ্রাম রুপোতে ০.৭৮ শতাংশ বা ৪৪২ টাকা কমে দাঁড়িয়েছে ৫৬,৪৮৩ টাকা।

Advertisements

২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই হিসেবে বলা যায় রেকর্ড দামের চেয়ে ৫,৪৯৫ টাকা কম সোনার দাম।

Advertisements

চলুন তবে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম কত

২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম-৫১,৪৫০ টাকা।

২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৪৯,৫৫০ টাকা।

২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম ৪৮,৮০০ টাকা।

এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৫৭,২০০ টাকা।

এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম ৫৭,৩০০ টাকা।