×
News

Weather Report: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রকুটি, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের এই জেলাগুলি, জারি সতর্কতা

তবে শুধু কলকাতাতেই নয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Report: ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) শুরু হয়েছে দমকা হাওয়া। শুধু তাই নয় যেকোনো মুহূর্তেই শুরু হতে পারে বৃষ্টি। যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভবনা নেই। তবে দু-এক পশলা বৃষ্টি হবে। আর ভারী বৃষ্টি হলেও তা একটানা হবে না বলেই জানা যাচ্ছে। আসলে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের দোসর হয়েছে দক্ষিণ মায়ানমারের ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তই শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। আর যা পৌঁছে গিয়েছে উপকূলের কাছাকাছি।

তবে শুধু কলকাতাতেই নয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের কোনো জেলায়ই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। কিন্তু ওড়িশা উপকূলে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যা আগামীকাল ও তার পরের দিনও চলবে।

শুধু তাই নয়, এখানে বৃষ্টির পরিমান যত বাড়বে ততই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমান বাড়বে। ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন এলাকা যেমন-চাঁদিপুর, গোপালপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যারফলে কলকাতায় কিছুটা বৃষ্টি হবে। তবে কলকাতার তুলনায় হুগলি, হাওড়ায় বেশি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই আবহাওয়ার এই তারতম্যের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই বৃষ্টির কারণে চাষীরা আশার আলো দেখছেন।