×
News

বিয়ের মরশুমে বিরাট কমে গেল সোনার দাম, স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে

করোনা সংকটের মুখে দাঁড়িয়ে নিরাপদ লগ্নির জন্য ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে সোনার চাহিদা বাড়ছিল। তবে, গত সপ্তাহে করোনা ভ্যাকসিন আবিষ্কারের খবরে সেই প্রবণতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তবে, সোনা রুপোর দামে তো ওঠানামা লেগেই থাকে।

আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। তবে,মঙ্গলবার ১০ গ্রাম সোনার দামে ৪৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,০৫১ টাকা। দেখা যাচ্ছে, সপ্তাহের হিসেবে সোনার দামে ১০ গ্রামে ৭৫০ টাকা কমেছিল। এছাড়াও রুপোর দামেও এমসিএক্স সূচকে ২.৬ শতাংশ বা ১,৬২৮ টাকা কমেছিল। জানা যাচ্ছে এদিন রুপোর দাম ১ কেজিতে ৫৯, ৯৮০ টাকা হয়েছে।

ADVERTISEMENT

প্রায় কয়েক সপ্তাহ ধরে সোনার নামে ওঠা পড়া লেগেই রয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। তবে, সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।
করোনাভাইরাস টিকা নিয়ে যে আশা তৈরি হয়েছে, তার ফলে বিশ্ব বাজারে পড়েছে হলুদ ধাতুর দর। যা চার মাসে সর্বনিম্ন।

ADVERTISEMENT

Related Articles