News
মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে হু হু করে কমছে সোনার দাম, জানুন বাজারদর

করোনা পরিস্থিতির মধ্য দিয়েই এবছর দুর্গাপুজো কাটাতে হল বাঙালিদের। অন্য বছরের মতো না হলেও নিজেদের মতো করে আনন্দ করেছে সকলে। আর বেশি দিন বাকি নেই, কিছুদিন পরেই ধনতেরাস। সামনেই ধনতেরাস তাই বাড়ির মঙ্গলের জন্য সকলেই চাইবে সোনা বা রুপোর জিনিস কিনতে।
এবছরের প্রথম থেকেই সোনার দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। পুজোর কদিন আগে থেকে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমছে সোনার দাম।
ডিসেম্বর ফিউচার মূল্য ০.২ শতাংশ পতনের ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম যাচ্ছে ৫০ হাজার ৮৬০ টাকা। ডিসেম্বর ফিউচার মূল্য ০.৫ শতাংশ হ্রাসের ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭৮ টাকা।
দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম। স্পট গোল্ড সূচকে ০.১ শতাংশ পতনের ফলে সোনার দাম দাঁড়িয়েছে ১,৯০৫.৫১ ডলার/ আউন্স।