×
News

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ঝড়ের গতিতে কমছে সোনার দাম, জানুন বাজারমূল্য

করোনা সংকটের মুখে দাঁড়িয়ে নিরাপদ লগ্নির জন্য ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে সোনার চাহিদা বাড়ছিল। তবে, গত সপ্তাহে করোনা ভ্যাকসিন আবিষ্কারের খবরে সেই প্রবণতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তবে, সোনা রুপোর দামে তো ওঠানামা লেগেই থাকে।

আর এবার মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের কমল সোনার দাম। এই নিয়ে তিনবার কমল সোনার দাম। গত কালের তুলনায় ফের অনেকটাই কমেছে সোনার দাম। আজ ২২ ক্যারেটের সোনার ১০ গ্রামের দাম ৫০,১৮০ টাকা।

এছাড়া, ২৪ ক্যারেটের সোনার ১০ গ্রামের দাম ৫২,৪৩০ টাকা। তবে, সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। আজকের দিনে ১ কেজি রুপোর দাম ৬২ হাজার ২০০ টাকা। গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।