মেয়েকে লুকিয়ে জামাইয়ের সাথে পরকিয়া শাশুড়ির, দিদা- বাবাকে হাতেনাতে ধরল নাতি
এইসব ঘটনা আজকাল প্রায়শই ঘটে চলেছে। জামাই ও শাশুড়ির মধ্যে পরকীয়ার সম্পর্ক এ নতুন কিছু নয়। তবে, এককথায় বলে জামাই হল সন্তানের মতো আর শাশুড়ি মায়ের মতো। আর তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক এ যেন গোটা মানব জাতির কাছে লজ্জার।
তবে, এটাও ঠিক যে, প্রেম মানে না কোন বাধা, ব্যাবধান। মানে না সম্পর্কের বেড়াজাল। তবে, অপরদিকে এটাও ঠিক যে, এত কিছুর পরও অস্বীকার করা যায় না সম্পর্কের গন্ডিকে।
সম্প্রতি এমন একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে মা তার নিজের মেয়েকে অন্ধকারে রেখে জামাই এর সঙ্গে পরকীয়ায় মত্ত হয়েছেন। আর সেই সম্পর্কের কথাই তার মেয়ে টিকটক ভিডিওর মাধ্যমে সকলের সামনে এনেছেন।
স্ত্রী র ৩৩ তম জন্মদিনে স্বামী স্বীকার করেন যে, সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কথা শুনেই দুঃখে মেয়ে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু সে যেটা কল্পনাও করতে পারেনি ভিতরে ভিতরে সেটাই ঘটে আছে। তার সংসার ভাঙছে মায়ের কারণে।
তার আড়ালেই গত ৫ বছর ধরে সম্পর্কে জড়িয়েছেন তার মা ও স্বামী। তিনি মেয়ে হয়েও ভূনাক্ষরে টের পায়নি সেসব। কিন্তু এসব ঘটনা কি আর বেশি দিন চাপা থাকে। বাবা ও দিদাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন ছেলে। আর তারপরই ছেলের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর মাথায় আকাশ ভেঙে পড়ে মেয়ের।
কিন্তু, এত কিছু জানার পরও তাকে এই সম্পর্ক টেনে নিয়ে যেতে হয়। কেননা, আর্থিক অবস্থা খারাপ। তবে, অবশেষে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। নিজে একটি বাড়ি ও তৈরি করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেন নেটিজেনরা। কেউ তো আবার রীতিমতো হতবাক হয়ে গিয়েছে এই ঘটনায়।