
পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের নানা ধরনের শখ বা অভ্যেস থাকে। এমন কিছু শতাংশ মানুষ রয়েছে যারা পুরনো টাকা জমায়। অনেকে আছে যারা শুধু দেশের টাকা নয়, বিভিন্ন দেশের টাকা একত্রিত করতে ভালোবাসে।
বর্তমানে পুরনো টাকার বিরাট চাহিদা রয়েছে। ওগুলো এখন কোনো গুপ্তধনের থেকে কম নয়। কেননা ওই সব পুরনো কয়েন বা নোটের বদলে আপনি পেতে পারেন হাজার হাজার টাকা। এমন কিছু সংস্থা রয়েছে যারা পুরনো ১০ টাকার নোটের বদলে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে।
আপনার কাছে যদি ব্রিটিশ আমলের কয়েন বা টাকা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান। এই টাকা গুলি আপনি ইন্ডিয়া মার্ট বা শপিক্যুইল এই ওয়েবসাইটে বিক্রি করে প্রচুর টাকা পেতে পারবেন। মোটামুটি ২০ থেকে ২৫ হাজার টাকা আপনিও পেতে পারেন যদি আপনার কাছে ব্রিটিশ আমলের টাকা থাকে।