ধেয়ে আসছে মারাত্বক ঘূর্ণিঝড়, বিরাট ক্ষতির আশঙ্কায় জারি রেড অ্যালার্ট
কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানে বিধস্ত হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। তার রেশ কাটতে না কাটতেই ফের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আগমন শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম ‘নিভার’। স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান।
এই ঘূর্ণিঝড়ের জন্য ২৫ শে নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, সমুদ্রের নিকটবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে মানুষজনকে। এই ঝড়ের সঙ্গে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#Cyclone | ACT NOW!
Follow these do’s and don’ts to #StaySafe from cyclone! #CycloneNivar pic.twitter.com/6yHaxWliMm
— NDMA India | राष्ट्रीय आपदा प्रबंधन प्राधिकरण 🇮🇳 (@ndmaindia) November 23, 2020
জানা গিয়েছে, এই পরিস্থিতির কারণে ইতিমধ্যেই দুই জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ৬ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।