×
NewsTrending

হঠাৎ করেই হার্ট অ্যাটাক, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

গত বছর বিশ ছিল তাই নাকি তার বিষের জ্বালায় জ্বালিয়েছে অনেককেই। তাই অভিশপ্ত বছর শেষ হওয়ার আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন সবাই। সবাই নিজের মত করে মজে উঠেছেন বর্ষবরণে। কিন্তু এ কি হল বছরের শুরুতেই অশনি সঙ্কেত! সবার প্রিয় দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বছরের শুরুতেই। গত বছর অনেক তারকারা চলে গেছেন তারাদের দেশে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সবাই। এরই মধ্যে বছর শুরুর মুখেই আবার খারাপ খবর।

কয়েকদিন আগেও দাদা উঠে এসেছিলেন খবরের শিরোনামে। যদিও তাঁকে প্রায়ই খবরে থাকতে দেখা যায়। তবে কয়েকদিন আগে বিষয়টা বিশেষ কারণ এই মুহূর্তে রাজনীতি মহল খুবই গরম। চলছে ভোটের লড়াই, চলছে দল বদল। একে একে বহু তৃণমূল প্রার্থী দল বদলে যোগ দিয়েছেন বিজেপিতে। আবার বিজেপি প্রার্থীকেও দেখা গেছে তৃণমূলে যোগ দিতে। আর সেলিব্রিটিদের দলে প্রার্থী করে ভোট তোলার রেওয়াজ তো অনেক আগে থেকেই চলে আসছে।

ADVERTISEMENT

সেক্ষেত্রে বাংলা দখল করতে হলে ভরসা বাঙালির ইমোশনকে ছোঁয়া। আর ক্রিকেট যে বাঙালির কতটা পছন্দের এ তো আর নতুন করে বলার কিছু নেই। আর বাঙালির পছন্দের মানুষ, ক্রিকেটার, বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিটি বাঙালির কাছে ইমোশনের থেকে কম কিছু না। তাই দাদাকে যদি বিজেপিতে দাদাগিরি করার জন্য রাজি করানো যায় তাহলেই কেল্লাফতে। বিজেপি কে আর থামায় কে। তাই কয়েকদিন আগে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে সৌরভকে দেখে মহারাজের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে উঠেছিল।

কিছুদিন আগে সৌরভ দিল্লি গিয়েছিলেন এক অনুষ্ঠানে। সেখান থেকে ফিরে ভালোই ছিলেন। সবই ঠিক ছিল তবে হঠাৎ কি এমন হলো যে মহারাজ হয়ে পরলেন অসুস্থ। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বাড়িতেই। তারপর তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। জানা গেছে, তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হয় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাই হাসপাতালের আপতকালীন বিভাগে ভর্তি করা হয় তাঁকে। হৃদযন্ত্রে ব্লক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। ইসিজি করা হয়েছে সৌরভের। মহারাজ করোনা আক্রান্ত হলেন কিনা এই নিয়েও আশঙ্কা করা হচ্ছে। তবে আপাতত মহারাজের শরীর আর আশঙ্কাজনক অবস্থায় নেই বলেই খবর। কিছুক্ষনের মধ্যেই তাঁকে ইমারজেন্সি থেকে ওয়ার্ডে পাঠানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, এসএসকেএম থেকে কার্ডিয়োলজিস্ট আসছেন সৌরভকে দেখতে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

ADVERTISEMENT

Related Articles