News
এই ভয়ঙ্কর মাছকে দেখা মাত্রই মেরে ফেলার নির্দেশ, কারণ জানলে অবাক হবেন
পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা খুবই ভয়ঙ্কর। যার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা জীবকূল। সম্প্রতি এমন একটি মাছের সন্ধান পাওয়া গেছে যা খুবই ভয়ঙ্কর।
জানা গিয়েছে এই ভয়ানক মাছটি জল ছাড়া ডাঙাতেও বাঁচতে পারে। মাছগুলো দেখতে অনেকটা সাপের মতো। তাই এর নাম দেওয়া হয়েছে ‘স্নে’কহেড ফিশ’। ২০০২ সালে স্নে’কহেড ফিশ ধরা এবং বিক্রি বে’আইনি বলে ঘোষণা করা হয়।
এই মাছটি নাকি লম্বায় তিন ফুটের কাছাকাছি। এছাড়া এই মাছটির ওজন প্রায় ১৮ পাউন্ড এর মত। সেই সঙ্গে এর রয়েছে ধা’রালো দাঁত। যার সাহায্যে শি’কারে কোনো সমস্যা হয় না। তবে, এই মাছটি এতটাই ভয়ানক যে, দেখা মাত্রই মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।