Ratan Tata: এক ঘন্টায় কত টাকা আয় করেন স্যার রতন টাটা, জানলে ‘হাঁ’ হয়ে যাবেন

২০১৭ সালে রতন টাটা সবরকমের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ব্যবসার সাথে যুক্ত থাকলেও টাটা গোষ্ঠীর কোনোরকমের পদ আটকে নেই। শারীরিক সমস্যা ও ব্যক্তিগত কারণেই যে তার এই মত তা নিজেই জানিয়েছিলেন সকলকে। কিন্তু টাটা গোষ্ঠী বলতে যে মানুষ রতন টাটা কেই চেনেন সকলে তা আর আলাদা করে বলার দরকার হবে না। কিন্তু মানুষ জানতে চায় এত বড়ো দেশের ব্যবসায়ির মাসিক আয় ঠিক কত টাকা?
আসলে সবাই জানেন টাটা গোষ্ঠী যা আয় করেন তার থেকে বেশি ব্যয় করেন সাধারণ মানুষের প্রতি। টাটা সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ স্টেক সরাসরি টাটা ট্রাস্টের হাতে রয়েছে। সুতরাং ১০০ টাকা টাটা গোষ্ঠী লাভ করলে তার ৬৬ টাকা চলে যায় টাটা ট্রাস্টের কাছে। সেখান থেকেই কোম্পানিতে কর্মরত কর্মচারীদের বেতন ও লাখ লাখ মানুষের চিকিৎসার খরচ চালানো হয়। কিন্তু রতন টাটার ব্যক্তিগত ভাবে মাসিক আয় কত?
সব কিছু বাদ দিলে টাটা গোষ্ঠীর প্রধান মুখ যে কোনো শহুরে ব্যাবসায়ির থেকেও মাস গেলে কম টাকা রোজগার করেন। কি বিশ্বাস করবেন না তাই তো? যদিও এমন খবর বিশ্বাস হবার যোগ্য নয়। সূত্র মারফত জানা যায় রতন টাটার মাসিক আয় ৫.৭ লক্ষ টাকার আশেপাশে। সেই হিসেবে রতন টাটার দৈনিক আয় ১৯,০০০ টাকা মতো। এই হিসাব রতন টাটা প্রতি ঘন্টা পিছু আয় করেন মাত্র ৭৯০ টাকার মতো। এখন নিশ্চয়ই ভাবছেন দেশের সব থেকে বড়ো মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মাস গেলে মাত্র কয়েক লক্ষ টাকা রোজগার করে। হ্যাঁ এরই নাম রতন টাটা যিনি দেশের একজন সবথেকে বড়ো ব্যবসায়ী হলেও নিজের কাজ ও সাফল্যের জন্য কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন।