×
News

‘ঋতাভরীকে বিয়ে করলে জীবন শেষ হয়ে যাবে’, বললেন অভিনেত্রীর মা, ভাইরাল ভিডিও

ঋতাভরী চক্রবর্তী বলিউডের ডিভা দের মধ্যে একজন। তিনি যেমন একজন দক্ষ অভিনেত্রী সেরকম তার রূপ। তাকে বিয়ে করতে চায় না এমন মানুষ খুব কমই আছে। ছেলেদের কাছে ড্রিম র্গাল সে। তার ক্যারিয়ার জীবন শুরু হয় হাই স্কুল থেকে তিনি যখন হাইস্কুলে পড়াশোনা করছেন তখন থেকেই তিনি মডেলিং করতেন এরপর তিনি স্টার জলসার ওগো বধূ সুন্দরী তেল লিড রোল করেন আর তারপর তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।

হাই স্কুলের স্টুডেন্ট হয়েও তিনি ব্যাক টু ব্যাক কাজ করে গেছেন তারপর। হাই স্কুল শেষ করার পর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তার প্রথম সিরিয়াল ওগো বধূ সুন্দরী তে তিনি যে জনপ্রিয়তা লাভ করেছে তা আকাশ ছোঁয়া। ঋতাভরী চক্রবর্তীর মা একজন পরিচালক। তিনি একটি এসসিইউডি চলচ্চিত্র কোম্পানি চালান।

ADVERTISEMENT

ঋতাভরী পরী সিনেমাতে অভিনয় করেছেন এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। তিনি রিসেন্ট কাজ করেছেন শেষ থেকে শুরু ,ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি এবং শ্রীমতি ভয়ঙ্করী নামক চলচ্চিত্রে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে ভীষণভাবে আ্যকটিভ থাকেন। তিনি মাঝে মাঝে ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন যা হয়ে যাই ভীষণভাবে ভাইরাল। মাঝে মাঝেই তিনি বোল্ড ফটোশুটের ছবিও পোস্ট করেন। এবং এবং তা নেট দুনিয়ায় ঝড় তুলে দেয়।

সম্প্রতি তার একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয় নেট দুনিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে নায়িকা এবং তার মা রয়েছেন তিনি তার মাকে জিজ্ঞেস করছেন মা আমাকে তো অনেক ছেলেই বিয়ের প্রপোজাল দেয় তাহলে তাদের তুমি কি বলবে ?তখন অভিনেত্রীর মা বলে, একদম বিয়ে করবেন না জীবন হেল হয়ে যাবে। সকাল বেলার মুড দেখে ব্রেকফাস্ট বানাতে হয়। এটা শুনবার অভিনেত্রী এবং তার মা হেসে গড়িয়ে পড়ে এবং ক্যামেরার সামনে থেকে সরে যায়। মা-মেয়ের এমন খুনসুটি প্রায়শই নজরে আসে

ADVERTISEMENT

Related Articles